পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, ১০ পুলিশ নিহত 

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১৪ , অনলাইন ভার্সন
পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ায় ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে। রোববার দিবাগত রাতের এ ঘটনায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন। 
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহসিল ডারাবানে ভারি অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা গ্রেনেড ও ভারি অস্ত্রে গুলি করতে করতে পুলিশ স্টেশন চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পর সন্ত্রাসীরা রাতের আধারে পালিয়ে যায়। 

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে বড় আকারে তল্লাশি অভিযান শুরু করেছে।   

বাড়তি শক্তি হিসেবে এতে যোগ দিয়েছে কুইক রেসপন্স বাহিনী।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041