বইমেলা

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারী ২০২৪, ১১:১৪ , অনলাইন ভার্সন
সুজন দাশ

বইমেলা গেলে পাবে বইয়ের ঘ্রাণ,
বই দেয় জ্ঞান সবে জেগে ওঠে প্রাণ!
করো যদি তারে সাথি,
টুটে যাবে যত রাতি;
অন্তরে আলো পাবে বোধে হবে স্নান।

বইমেলা নয় মেলা জ্ঞানের হাট,
ভালো ভালো বই কিনো করো সুখে পাঠ!
অজানাকে জানা যাবে,
মলিনতা দূরে যাবে;
চেনা যাবে অচেনা যে যত পথঘাট।

মহৎ গ্রন্থ তুমি পাঠ করো যদি,
আলোর বন্যা হবে বয়ে যাবে নদী!
দীনতা নীচতা যাবে,
অন্তরে সুখ পাবে;
ঘুচে যাবে অজ্ঞতা মূর্খতা-গদি।

বই কিনে দেউলিয়া নয় কভু কেউ,
হৃদয়ের কোণে দেয় আলোকের ঢেউ!
বই কিনো পড়ো বই,
জ্ঞানেরই পাবে মই;
চলে যাবে যত কালো রাক্ষস ও দেও।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041