সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৩ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন রুবাইয়া রহমান

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৮:২৮ , অনলাইন ভার্সন

নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৩ থেকে নির্বাচন করছেন বাংলাদেশি-আমেরিকান রুবাইয়া রহমান। আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আগাম ভোট দেয়া যাবে ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। রুবাইয়া রহমান নির্বাচনের জন্য তার প্রস্তুতি সম্পন্ন করেছেন ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজ এলাকার ভোটারদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে ভোট আদায় করার চেষ্টা করছেন। রুবাইয়া রহমান র্দীর্ঘদিন অটিজমসহ সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন।
জানা গেছে, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাগরিকদের জন্য কাজ করা, তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়াকে গুরুত্ব দিচ্ছেন রুবাইয়া রহমান।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে তিনি ডিস্ট্রিক্ট-২৩ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। সেখানে বাংলাদেশী আমেরিকান ভোটার আছে। তবে ডিস্ট্রিক্ট-২৪ এর মতো নয়।
জানা গেছে, মিস রহমান ২৭ জুন নির্বাচনে সিটি ডিস্ট্রিক্ট- ২৩ থেকে তাঁকে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। তিনি ভোটারদের কাছ থেকে সারাও পাচ্ছেন। স্বদেশী লোকজন ছাড়াও ভিন্ন কমিউনিটিতেও তাঁর ব্যাপক পরিচিতি গড়ে উঠেছে। সকলের সমর্থন পেলে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রুবাইয়া রহমান।
রুবাইয়া রহমান, স্বদেশী জনসমাজ সহ নিজের নির্বাচনী এলাকার অনগ্রসর জনগোষ্ঠির প্রাত্যহিক নানা সমস্যাকে চিহ্নিত করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি নিবিড়ভাবে কাজ করতে চান প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে। আমেরিকায় এদের অনেক সুযোগ-সুবিধা থাকলেও না জানার কারণে অনেকেই সেসব সুবিধার কথা জানতে ও ভোগ করতে পারেন না। তিনি এই বিষয়ে মানুষকে আরো সচেতন করতে চান পাশাপাশি মানুষকে সহায়তা করতে চান।
নাগরিক নিরাপত্তা, সিটির গণপরিবহন নিয়েও তিনি কাজ করতে চান। বয়স্ক মানুষেরা যাতে সহজে তাদের নির্ধারিত সেবাটুকু পান সে ব্যাপারে সতর্ক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উপর তাগিদ দিয়েছেন। সিটির সাবওয়ে সিস্টেমের মান উন্নয়ন, বাড়ির মালিকদের অধিকার, বিশেষ চাহিদা সম্পন্নদের কাজের সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছেন।
উল্লেখ, রুবাইয়া রহমান পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে। তিনি আইন বিষয়ে অনার্স সহ মাস্টার্স করেন। পরবর্তীতে শিক্ষক হিসেবে পাঁচ বছর কাজ করেন ঢাকা ইউনিভার্সিটিতে। নিউইয়র্কে একজন নাগরিক অধিকার সংগঠক হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। ব্যক্তিগত জীবনে দু’সন্তানের জননী তিনি।

M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078