উগান্ডায় স্কুলে সশস্ত্র হামলা, নিহত ২৫

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৩:৫৩ , অনলাইন ভার্সন
ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বিদ্রোহীরা উগান্ডায় একটি বিদ্যালয়ে হামলা চালিয়ে অন্তত ২৫ জনকে হত্যা করেছে। ভয়াবহ এ হামলায় আটজনের অবস্থা আশঙ্কাজনক। মোপোন্ডোয়ের লুবিরিহা সেকেন্ডারি স্কুলে ভয়াবহ এই হামলা চালানো হয়। 

পুলিশ জানায়, ১৬ জুন কঙ্গো প্রজাতন্ত্র কেন্দ্রিক উগান্ডার অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এই হামলা চালিয়েছে। খবর : বিবিসির। হামলাকারীদের কেউ কেউ কঙ্গোর ভিরুনগা ন্যাশনাল পার্কের দিকে গেছে। তাদেরকে সৈন্যরা ধরার চেষ্টা করছে বলে জানায় পুলিশ।



ঠিকানা/এম
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078