সাকিবদের হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০১:৩৩ , অনলাইন ভার্সন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। মহাগুরুত্বপূর্ণ কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে বরিশাল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নেয় বরিশাল।

১৫০ রান তাড়া করতে নেমে ২১ রানে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ২ চারের সাহায্যে ব্যক্তিগত ১০ রানে আউট হন বরিশাল অধিনায়ক। ২ বলের ব্যবধানে আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজকেও ফেরান আবু হায়দার রনি। এরপর অবশ্য মুশফিক-সৌম্যর ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বরিশাল। দুজনের ৪৭ রানের জুটিতে জয়ের পথে থাকে তামিম বাহিনী। মোহাম্মদ নবীর শিকার হয়ে ২২ রানে আউট হন সৌম্য।

চতুর্থ জুটিতে মুশফিককে সঙ্গে নিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটান কাইল মায়ার্স। মাত্র ২৭ বলে ৫০ রান যোগ করেন দুজনে। মাত্র ১৫ বলে ৩ ছক্কা ও এক চারে ২৮ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। বাকি পথটুকু ডেভিড মিলারকে নিয়ে দারুণভাবে পাড়ি দেন মুশফিকুর রহিম। এই দুইয়ের ব্যাটে চড়েই ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বরিশাল। অভিজ্ঞ মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৪৭ রানে। ডেভিড মিলার ১৮ বলে ২২ রান করেন।

এর আগে ব্যাটিং করতে নেমে ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় রংপুর। মোহাম্মদ সাইফউদ্দিনের তাণ্ডবে একই ওভারে ফিরে যান শেখ মেহেদী ও সাকিব আল হাসান। এরপর একে একে হারায় ৭ উইকেট। ৭৭ রানের মধ্যে ৭ উইকেট হারানো রংপুরকে স্বস্তি এনে দেন শামীম পাটোয়ারী। তার অনবদ্য ফিনিশিংয়ে রংপুর পায় ১৪৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। ২০ বলে ঝোড়ো ফিফটি পাওয়া শামীম মাত্র ২৪ বলে সমান ৫ চার ও ছক্কায় ৫৯ রানের ক্যামিও খেলেন।

মুশফিকের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078