চাপ নেই গ্যাসের, বাসা-বাড়িতে এলপিজি ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রীর

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১৯:২১ , অনলাইন ভার্সন
রাজধানীর যেসব এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না, কিংবা গ্যাসের সল্পচাপের কারণে রান্না বিঘ্নিত হচ্ছে, সেসব এলাকায় সিলিন্ডার ভর্তি এলপি গ্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

১৩ মার্চ (বুধবার) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, আমাদের ভাসমান এলএনজি টার্মিনালের একটি কাজ করছে, ৩০ মার্চের আগে আরেকটির রক্ষণাবেক্ষণের কাজ শেষ হবে না। আর নিজেদের গ্যাসের উৎপাদনও কমে গেছে। এগুলো বিবেচনায় এনে সবাইকে অনুরোধ করবো, যেসব এলাকায় গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে, বাসা-বাড়িতে তারা যেন এলপি গ্যাস ব্যবহারের দিকে নজর দেন।
 
শিল্পে গ্যাস বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি। মার্কেটের টাইমলাইনেও কোনও পরিবর্তন হচ্ছে না। তবে সিএনজি পাম্প বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।
 
রমজানে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি মার্চে বিদ্যুতের সমস্যা হবে না। রমজানে নিরবচ্ছিন্ন জ্বালানি থাকলে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে।
 
সেচ পাম্পগুলো যেন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চালু রাখা যায়, সে বিষয়ে সরকারের নজরদারি থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ঠিকানা/ছালিক 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078