২৩ নাবিককে উদ্ধারে ১ থেকে ৪ মাস সময় লাগতে পারে

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৩:৫৮ , অনলাইন ভার্সন
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে, যা সোমালিয়া উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায়। এ ঘটনাটি সাবেক মেরিনারদের অবাক করেছে।

নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে সাবেক মেরিনার ক্যাপ্টেন মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, সাধারণত নিজেদের সমুদ্রসীমায় ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে আব্দুল্লাহর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক জলসীমায় এসে এ জাহাজটিকে ছিনতাই করা হয়েছে।

এখন বড় প্রশ্ন জাহাজ এবং নাবিকদের মুক্ত করতে কত দিন লাগবে? সাবেক এ মেরিনার বলছেন, সব প্রক্রিয়া শেষ করে নাবিকদের ছাড়া পেতে ১ থেকে ৪ মাস পর্যন্ত সময় লাগতে পারে। কেননা, মুক্তিপণ দাবির পর তা নিয়ে দর-কষাকষিসহ অনেক প্রক্রিয়া রয়েছে। এর আগে ২০১০ সালে এই কবির গ্রুপেরই জাহাজ জাহান মণির মুক্তি পেতে ১০০ দিন সময় লেগেছিল।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী গণমাধ্যমকে জানান, নানা প্রক্রিয়া শেষ করে সব নাবিকসহ জাহাজটিকে মুক্ত করতে বেশ সময় লাগতে পারে। এ ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সমঝোতাই মুক্তির মূল উপায়।

সাবেক মেরিনারদের মতে, মুক্তিপণ পাওয়ার সম্ভাবনা দেখলে জলদস্যুরা কোনো নাবিককেই ক্ষতি করে না। এমভি আবদুল্লাহর ক্ষেত্রেও যেহেতু মালিক প্রতিষ্ঠান সবকিছু করতে আগ্রহী, তাই ২৩ নাবিকসহ জাহাজটি ছাড়িয়ে আনার ব্যাপারে তারা আশাবাদী।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078