বগুড়ায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১৩:০৮ , অনলাইন ভার্সন
বগুড়ার কাহালু উপজেলার এরুলিয়া এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন।

৬ এপ্রিল (শনিবার) বেলা ১১টায় এই সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরও দুজন। নিহতরা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ফাহিম, চেইন মাস্টার আলমগীর ও শ্রমিক ইউনিয়নের ঢাকা রোডের সভাপতি হান্নান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ছেড়ে আসা একটি বাস ও নওগাঁগামী একটি প্রাইভেটকার এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষে প্রাইভেটকারের পাঁচজন যাত্রীর তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঠিকানা/ছালিক 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078