অগ্নিবীণার কবি তুমি
বাজাও বিষের বাঁশি
জাহান্নামে বসেও তুমি
হাসো পুষ্পের হাসি।
বৈষম্যবাদ ভাঙতে শোনাও
সাম্যবাদের গান
প্রতিবাদের ভাষা তোমার
তীক্ষè বিষের বাণ।
বুকের সাহস দেখে তোমার
ভয় গিয়েছে হেরে
ভগবানকে বশ করেছে
বুকে লাথি মেরে।
কলম তোমার তরবারি
কলম মোহন বাঁশি
কলম হতে অগ্নি ঝরে
পুষ্প রাশি রাশি।
কণ্ঠে তোমার বিদ্রোহী সুর
মনে প্রেমের ছবি
তাই তো তোমায় সবাই বলে
প্রেম-বিদ্রোহের কবি।
তোমার সুরে গান গেয়ে যায়
আজও বুলবুল
তুমি মোদের জাতীয় কবি
কাজী নজরুল।
বাজাও বিষের বাঁশি
জাহান্নামে বসেও তুমি
হাসো পুষ্পের হাসি।
বৈষম্যবাদ ভাঙতে শোনাও
সাম্যবাদের গান
প্রতিবাদের ভাষা তোমার
তীক্ষè বিষের বাণ।
বুকের সাহস দেখে তোমার
ভয় গিয়েছে হেরে
ভগবানকে বশ করেছে
বুকে লাথি মেরে।
কলম তোমার তরবারি
কলম মোহন বাঁশি
কলম হতে অগ্নি ঝরে
পুষ্প রাশি রাশি।
কণ্ঠে তোমার বিদ্রোহী সুর
মনে প্রেমের ছবি
তাই তো তোমায় সবাই বলে
প্রেম-বিদ্রোহের কবি।
তোমার সুরে গান গেয়ে যায়
আজও বুলবুল
তুমি মোদের জাতীয় কবি
কাজী নজরুল।