ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রকাশ : ২৯ মে ২০২৪, ২০:০৭ , অনলাইন ভার্সন
রাজধানী ঢাকা ছাড়াও সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৯ মে (বুধবার) সন্ধ্যায় এ কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

সন্ধ্যা সোয়া ৭টার কিছু পরে এ কম্পন অনুভূত হয়। যা কয়েক সেকেন্ডব্যাপী স্থায়ী হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৬ কিলোমিটার দূরে মিয়ানমারে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078