নাটকীয় কিছু না ঘটলে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ২০:৩৭ , অনলাইন ভার্সন
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার) ভোর ৫টা ৩০ মিনিটে গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। একই দিনে ঘণ্টাখানেক পর সেন্ট লুসিয়ায় গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যাওয়ার সমীকরণে এখন পর্যন্ত ৭ দল নিশ্চিত হয়ে গেছে, শুধু বাংলাদেশের গ্রুপ থেকেই একটা দল নিশ্চিত হওয়া বাকি। সেটি বাংলাদেশই হওয়ার সম্ভাবনা বেশি, তবে নেদারল্যান্ডসের আশা এখনো অঙ্কের হিসাবে শেষ হয়ে যায়নি।

এমন সমীকরণে বাংলাদেশকে শঙ্কায় ফেলার মতো কোনো অঙ্ক আছে কি? এমন হিসাবে যাওয়ার আগে একটা তথ্যে শঙ্কা অনেকটাই কমিয়ে দেওয়া যায়–বাংলাদেশকে নিয়ে কোনো শঙ্কা তখনই জাগবে, যদি নেপালের কাছে হেরে যায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল জিতে গেলে বা বৃষ্টিতে কোনো কারণে ম্যাচ পণ্ড হয়ে গেলেও বাংলাদেশই পয়েন্টে এগিয়ে থেকে উঠে যাবে সুপার এইটে।

কিন্তু যদি বাংলাদেশ অঘটনের শিকার হয়ে পড়ে? আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে যেভাবে কাঁপিয়ে দিয়েছে নেপাল, তাতে হয়তো তাদের উড়িয়ে দেওয়ার কথা বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমী আর ভাবছেন না। তা যদি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় দুঃস্বপ্নই কোনো কারণে সত্যি হয়ে যায়, সে ক্ষেত্রে সমীকরণ কী রাখছে বাংলাদেশের জন্য?

বাংলাদেশ অঘটনের শিকার হলেও সুপার এইটে ওঠা তখনই শঙ্কায় পড়বে, যদি অন্য ম্যাচে নেদারল্যান্ডস হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে। তখন রান রেটের হিসাব চলে আসবে। সে ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের শুধু একটা সংখ্যা মাথায় রাখতে হবে–৫৩!

অর্থাৎ এদিকে বাংলাদেশের হারের ব্যবধান আর ওদিকে শ্রীলঙ্কার হারের ব্যবধান যদি রানের হিসাবে নিলে যোগফলটা ৫৩ বা তার বেশি হয়, শুধু তখনই বাংলাদেশ বাদ পড়বে। এ ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে, আগে ব্যাট করা দলগুলো ১৪০ বা তার বেশি রান করবে।

এই মুহূর্তে পয়েন্ট তালিকার হিসাব বলছে, তিন ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রানরেটেও অনেক এগিয়ে (+০.৪৭৮)। আর তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডসের নেট রানরেট (-০.৪০৮)।

ধরা যাক, বাংলাদেশ নেপালের কাছে ৩০ রানে হেরে গেল আর শ্রীলঙ্কাকে যদি ২৩ রানে হারিয়ে দেয় নেদারল্যান্ডস, শুধু তখনই রানরেটে বাংলাদেশকে টপকে যাবে নেদারল্যান্ডস। কারণ সে ক্ষেত্রে বাংলাদেশ আর শ্রীলঙ্কার হারের ব্যবধান মিলিয়ে যোগফল হচ্ছে ৫৩ রান। যোগফল এর চেয়ে কম হলে আর বাংলাদেশের সুপার এইটে ওঠা নিয়ে শঙ্কা নেই।

আবার ধরা যাক, সেন্ট ভিনসেন্টে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে আটকে দেওয়া নেপাল সোমবার বাংলাদেশকে ১১৫ রানেই অলআউট করে দিল। যদিও সেন্ট ভিনসেন্টে আগের ম্যাচেই বাংলাদেশ ১৫৯ রান করেছে। তা দক্ষিণ আফ্রিকার ১১৫ রান তাড়া করে ১ রানে হেরে যাওয়া নেপালই যদি বাংলাদেশের রান ১৮ ওভারে তাড়া করে ফেলে? সে ক্ষেত্রে বাংলাদেশের নেট রানরেট দাঁড়াবে (+) ০.১৯।

অন্যদিকে সেন্ট লুসিয়ায় স্কটল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে দুই দলই ১৮০-র বেশি রান করলেও তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, শ্রীলঙ্কাকে ১৪০ রানে অলআউট করে দিয়েই নেদারল্যান্ডস ম্যাচটা জিতে গেল ১৫ ওভারে। সে ক্ষেত্রেও নেদারল্যান্ডসের রানরেট দাঁড়াবে (+) ০.১৩।

অর্থাৎ একেবারে নাটকীয় কিছু না ঘটলে বাংলাদেশের বাদ পড়ার শঙ্কা নেই।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078