তার সাথে আজ ক্ষণিক দেখা
মেঘ বাদলে ডাকল কেকা।
আসলো কাছে চুপে চুপে,
অস্তমিত সন্ধ্যা রূপে।
মদির শ্বাসে ধরল বুকে,
ভাসল তরী মিলন সুখে।
আমার প্রেমের কমল তুলি,
রাগ-অনুরাগ গেল ভুলি।
বলল হেসে যেতে হবে,
দেখা হবে আবার কবে?
কণ্ঠে দিল বিদায়মালা,
বাড়ল বুকে দ্বিগুণ জ্বালা।
নীল বেদনার আঁখি নীড়ে,
গভীর ক্ষত বাড়ল ধীরে ॥
নয়ন-পাতে অশ্রু নেমে,
স্বপ্নগুলো গেল থেমে।
করুণ সুর বাজল শাখায়,
ক্ষণিক যেয়ে ফিরে তাকায়।
হাত নাড়িয়ে বলল সাথে
মিলব দুজন মোহনাতে।
একটু হাসো মিষ্টি সাথি
দূর হবে সব ব্যথার রাতি।
মেঘ বাদলে ডাকল কেকা।
আসলো কাছে চুপে চুপে,
অস্তমিত সন্ধ্যা রূপে।
মদির শ্বাসে ধরল বুকে,
ভাসল তরী মিলন সুখে।
আমার প্রেমের কমল তুলি,
রাগ-অনুরাগ গেল ভুলি।
বলল হেসে যেতে হবে,
দেখা হবে আবার কবে?
কণ্ঠে দিল বিদায়মালা,
বাড়ল বুকে দ্বিগুণ জ্বালা।
নীল বেদনার আঁখি নীড়ে,
গভীর ক্ষত বাড়ল ধীরে ॥
নয়ন-পাতে অশ্রু নেমে,
স্বপ্নগুলো গেল থেমে।
করুণ সুর বাজল শাখায়,
ক্ষণিক যেয়ে ফিরে তাকায়।
হাত নাড়িয়ে বলল সাথে
মিলব দুজন মোহনাতে।
একটু হাসো মিষ্টি সাথি
দূর হবে সব ব্যথার রাতি।