পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, চার দিনের সফরে ৮ জুলাই (সোমবার) চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ২০-২২টি সমঝোতা সই ও নতুন কিছু প্রকল্প উদ্বোধন হবে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে ৭ জুলাই (রবিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, চীন সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, যেকোনো দেশ চাইলেই বাংলাদেশের সেন্ট্রালে ব্যাংকে টাকা রাখতে পারে। বাংলাদেশ কার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করবে সেটা আমাদের সিদ্ধান্ত।
ঠিকানা/এএস
ড. হাছান মাহমুদ বলেন, চীন সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, যেকোনো দেশ চাইলেই বাংলাদেশের সেন্ট্রালে ব্যাংকে টাকা রাখতে পারে। বাংলাদেশ কার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করবে সেটা আমাদের সিদ্ধান্ত।
ঠিকানা/এএস