বিমানবন্দরে কফি মেশিনে মিলল ১৬ কেজি স্বর্ণ

প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৪, ২৩:২৭ , অনলাইন ভার্সন
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে এর ভেতরে রাখা কফি মেশিন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

আটক যাত্রী হোসাইন আহমদ (২০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের বাসিন্দা।

বুধবার (২৮ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে ওসমানী বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ জানান, সকাল আটটায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশন শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার দুটি লাগেজে রাখা তিনটি কফি মেশিনের ভেতর জড়ানো অবস্থায় ১০৫ পিস সোনার বিস্কুট ও সোনার ৪টি রিং বার পাওয়া যায়। জব্দ করা সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, আটক হোসাইনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এভিয়েশনের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078