দেশের ৮১ বিচারককে বদলি

প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৪, ২০:২১ , অনলাইন ভার্সন
জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৮১ বিচারককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের বদলি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৪৪ জন, জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন এবং ১৫ জন অতিরিক্ত ও যুগ্ম জেলা জজ রয়েছেন। তাদের মধ্যে ৮০ জনকে ৩ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে এবং অন্য একজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর ১ সেপ্টেম্বর নতুন অফিসে যোগদান করতে বলা হয়েছে।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041