পুলিশি বাধার মুখে গণঅধিকার পরিষদের ইসি ঘেরাও কর্মসূচি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৫:০৫ , অনলাইন ভার্সন
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের চেষ্টা করে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ। এ লক্ষ্যে তারা মিছিল বের করলে তা আটকে দেয় পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টনের প্রীতম-জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গুলিস্তান জিরো পয়েন্ট-কদমফোয়ারা-মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি পৌনে ২টায় বাংলামোটরে পৌঁছার পর পুলিশের বাধার মুখে পড়ে।

রমনা বিভাগের উপকমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন। একজন কর্মকর্তা বলেন, দীর্ঘ পথ ধরে এই মিছিল গেলে যানজট লেগে জনদুর্ভোগ বেড়ে যাবে।

এক পর্যায়ে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা। তারা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলের পেছনে যানবাহনগুলো সড়কে আটকে যায়। ফলে শাহবাগ পর্যন্ত দেখা দেয় যানজট।

গণঅধিকার পরিষদ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে তাদের আবেদন গৃহীত হয়নি। অথচ বাংলাদেশ সুপ্রিম পাটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সক্রিয় দলগুলোকে বাদ রেখে এসব ভূইফোঁড় দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে ইসি ঘেরাও কর্মসূচির ডাক দেয় গণঅধিকার পরিষদ।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078