চট্টগ্রামে প্রয়াত এমপি বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৮ , অনলাইন ভার্সন
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।  

এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সেলিনা খান। পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে সেলিনা খান লিখেছেন, ‘কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ...এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।’

এ বিষয়ে জানতে চাইলে সেলিনা খান জানান, কয়েকজন দুর্বৃত্ত একটি গাড়ি নিয়ে এসে কবরস্থানের ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয়। বিষয়টি থানায় জানানো হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

তিনি আরও জানান, প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

মইন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলীর বাড়ির পাশে তাকে কবর দেয়া হয়।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078