সবার জন্য সবচেয়ে নিরাপদ বড় শহর নিউইয়র্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস কমিউনিটি অপ-এডে লিখেছেন, নিউইয়র্ক সিটিকে একটি নিরাপদ এবং আরও সাশ্রয়ী শহর করা আমাদের প্রশাসনের লক্ষ্য ছিল সবসময়। নিউইয়র্কবাসীর নিরাপত্তা এবং উন্নত জীবনযাপনে ভয় ছাড়াই যাতে তারা তাদের স্বপ্নগুলো অনুসরণ করতে পারে তা নিশ্চিত করতে আমরা প্রতিদিন লড়াই করি। আমি গর্বিত যে নিউইয়র্ক আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর এবং আমরা প্রতিদিন নিরাপদ হয়ে যাচ্ছি। 
প্রশাসনের সফল জননিরাপত্তা কৌশলের ফলে আমাদের রাস্তা এবং সাবওয়েগুলো আরও নিরাপদ হয়েছে। নিউইয়র্ক সিটির পাঁচটি বরোজুড়ে টানা আট মাসে সামগ্রিক অপরাধ হ্রাস পেয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় আগস্ট মাসে শহরব্যাপী অপরাধের উল্লেখযোগ্য ৬.৪ শতাংশ হ্রাস পেয়েছে। সামগ্রিকভাবে অপরাধ ক্রমাগত নিম্নগামী এবং বছরের পর বছর কমছে। উপরন্তু, এনওয়াইপিডি ১৯৯৪ সালে কম্পস্টারের মাধ্যমে অপরাধ ট্র্যাক করা শুরু করার পর থেকে যেকোনো আগস্টের চেয়ে আমরা গত মাসে সবচেয়ে কম গুলি চালিয়েছি। বছরের এবং গত মাসে মানুষ হত্যার সংখ্যা ডবল ডিজিট কমেছে। গাড়ি চুরিও ডবল ডিজিট কমেছে। চুরির ঘটনাও কমেছে। পাবলিক ট্রানজিট সিস্টেম হলো আমাদের শহরের প্রাণ। তাই নিউইয়র্কবাসীকে সাবওয়েতে নিরাপদ রাখা নিশ্চিত করাই হলো নিউইয়র্ক আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর-এর মূল। এই কারণেই আমরা ফেব্রুয়ারিতে পাতাল রেল ব্যবস্থায় এক হাজারের বেশি অতিরিক্ত অফিসার বাড়িয়েছি এবং ক্যামেরা ও ডেটাচালিত অফিসার মোতায়েনসহ অতিরিক্ত প্রযুক্তি চালু করেছি। ফলে সামগ্রিক ট্রানজিট অপরাধ উপর্যুপরি সাত মাস ধরে কমেছে এবং ডাকাতি রেকর্ড করা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই সংখ্যাগুলো মিথ্যা বলে না, আমাদের নিরাপত্তা কৌশল সঠিক এবং কাজ করছে। আমরা জানি, জননিরাপত্তার উন্নতির জন্য কমিউনিটি ইনপুট গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কমিউনিটিরর নিজস্ব অনন্য চাহিদা রয়েছে। সেজন্য আমরা অপরাধ কমাতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে উদ্ভাবনী পন্থা খুঁজতে শহরজুড়ে অংশীদারদের নিয়ে আসছি। অবৈধ বিক্রি, ছিচকে চুরি, পদার্থের ব্যবহার, মানসিক স্বাস্থ্য সংকট, ভারা ও লাইসেন্সবিহীন গাঁজার দোকানের মতো বিভিন্ন সমস্যার কোনো স্থান আমাদের রাস্তায় হবে না। এ ধরনের কোনো পরিবেশ আমাদের প্রশাসন সহ্য করে না। এই কারণেই আমরা আমাদের ‘কমিউনিটি লিঙ্ক’ উদ্যোগটি চালু করেছি, যা আমাদের শহরকে নিরাপদ এবং সকলের জন্য আরও বাসযোগ্য করে তুলতে একাধিক সংস্থার পাশাপাশি কমিউনিটি অংশীদারদের সাথে কাজ করে। লোয়ার ইস্ট সাইডের ১৪ তম স্ট্রিট, হার্লেমের ১২৫ তম স্ট্রিট, ১১০ তম স্ট্রিটের কাছে সেন্ট্রাল পার্ক এবং ওয়াশিংটন স্কয়ার পার্কের আশপাশসহ শহরজুড়ে আমাদের কমিউনিটি লিঙ্কগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এই পদ্ধতিটি তাদের দোরগোড়ায় উপযোগী শহর পরিষেবাগুলো নিয়ে আসতে কমিউনিটির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে।  
বিশ্বের ফ্রন্টডোর হিসেবে পরিচিত টাইমস স্কোয়ারের আশপাশের জীবনমানের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি লক্ষ্যযুক্ত অপারেশন ‘অপারেশন ফ্রন্ট ডোর’ চালু করতে গত সপ্তাহে আমি এনওয়াইপিডি, স্যানিটেশন বিভাগ, স্বাস্থ্য ও মানসিক পরিচ্ছন্নতা বিভাগ, পার্ক ও বিনোদন বিভাগ এবং অন্য সদস্যদের আহ্বান করতে পেরে আনন্দিত হয়েছি। এক রাতে, আমরা ৩৬টি বেআইনিভাবে পরিচালিত পেডিক্যাব জব্দ করেছি, ৪৫টি সমন জারি করেছি এবং বিভিন্ন স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য ছয়টি খাদ্য ট্রাক বন্ধ করে দিয়েছি।
টাইমস স্কয়ার হলো আমাদের শহরের ‘ওয়েলকাম ম্যাট’। এটি এমন একটি জায়গা যেখানে আতিথেয়তা, বিনোদন, পর্যটন ও ব্যবসায়িক শিল্প মিলিত হয়। লক্ষ লক্ষ পর্যটক টাইমস স্কয়ারে আসে এবং প্রায়ই অবৈধ বিক্রেতা ও পেডিক্যাবের টার্গেটের শিকার হয়। অবৈধ বিক্রেতা ও পেডিক্যাবগুলোর অনিরাপদ ও অনিয়ন্ত্রিত অনুশীলন শুধুমাত্র পর্যটকদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে না বরং জীবিকা নির্বাহের জন্য বৈধ ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে। অপারেশন ফ্রন্ট ডোরের মাধ্যমে আমরা নিউইয়র্কবাসী, পর্যটক ও ব্যবসার জন্য টাইমস স্কোয়ারকে নিরাপদ রাখতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি। 
সমস্ত নিউইয়র্কবাসীর জন্য আমাদের শহরকে নিরাপদ, আরও সাশ্রয়ী এবং আরও বাসযোগ্য করার সুস্পষ্ট লক্ষ্য নিয়ে আমরা অফিসে এসেছি। আমরা এমন উন্নতি করছি যা নিউইয়র্কবাসী প্রতিদিন অনুভব করে এবং নিশ্চিত করছি যে নিউইয়র্ক আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078