চেন্নাই টেস্ট

চাপে থেকেই তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩ , অনলাইন ভার্সন
চাপে থেকেই চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় এখনো ৩৫৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান। আগামীকাল (রোববার) অধিনায়ক নাজমুল হোসেন ৫১ ও সাকিব  আল হাসান ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।

তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্রুতগতিতে রান তুলতে থাকে। সেঞ্চুরি করেন রিশভ পান্ত ও শুভমান গিল। উইকেটরক্ষক-ব্যাটার পান্ত ১০৯ রান করে আউট হন। ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। ফলে বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য দাঁড়ায়।

রান তাড়ায় নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। চা-বিরতি পর্যন্ত কোনো উইকেট হারাতে দেননি তারা। তবে দিনের শেষ সেশনের শুরুতেই ভাঙে উদ্বোধনী জুটি। ৪৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন জাকির। কিছুক্ষণ পর আউট হন সাদমানও। ৬৮ বলে ৩৫ রান করে বিদায় নেন তিনি।

তিনে নেমে নাজমুল এক প্রান্ত ধরে খেলেন। ১১ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন তিনি। তার সাবলীল ব্যাটিংয়ের সুবাদে সচল ছিল দলের রানের চাকা। কিন্তু সুবিধা করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক (১৩) এবং মুশফিকুর রহিম (১৩)।

চতুর্থ দিনে হারের ব্যবধান কতটুকু কমাতে পারে বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়। কিন্তু ক্রিকেটে কত অবিশ্বাস্য গল্পই তো লেখা হয়। তেমন কিছু কি করে দেখাতে পারবেন সফরকারীরা? সেই অবিশ্বাস্য কিছু করতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে শান্তকে। ৫১ রানে বাংলাদেশ অধিনায়ক টিকে আছেন বলেই সেই আশা। সঙ্গে আছেন সাকিব (৫)।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078