স্পেনে সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব পালিত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:৫১ , অনলাইন ভার্সন
স্পেনের রাজধানী মাদ্রিদে সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের  আয়োজনে বাঙালি অধ্যুষিত এলাকার অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ অক্টোবর) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিম বাংলার অনেক প্রবাসী অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও  অস্থায়ী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার উদ্যোগে মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায় ঢাক-ঢোল ও শঙ্খ বাজিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে পূজা উদ্‌যাপন করেন। দুর্গাপূজাকে ঘিরে মাদ্রিদে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েছের হিন্দু  সম্প্রদায়ের মধ্যে  উৎসবের আমেজ বিরাজ করছে।

অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করে স্পেনে বাংলাদেশ দূতাবাসের  নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ পুণ্যার্থীদের  উদ্দেশে  বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ দেশের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী বা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং কখনোই কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। এই দেশ শান্তিকামী বাঙালিদের দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার। সব ধর্মেই বলা আছে মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। এ দেশ সাম্প্রদায়িক নয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন স্পেনের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ কে  পাটনায়েক।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআইআরএস রবিন, মাদ্রিদে পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, উপদেষ্টা উত্তম মিত্র, মিঠু দেব, মোহন লাল মজুমদার, শ্যামল দেবনাথ, তাপস দেবনাথ, চমন দাশ, শান্তনু দাশ, শংকর রায়, শংকর পোদ্দার,
উত্তম ভুইয়া, সুমন রায়, পলাশ সাহা, রাখাল দেব, রতন শীল, সুমন শীল, জয় সাহা, শ্যামল পাল, জুয়েল সাহা প্রমুখ।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078