বিএনপির ৩টি কমিটি বিলুপ্ত

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:৪৮ , অনলাইন ভার্সন
ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১৫ অক্টোবর (মঙ্গলবার) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

পরবর্তীতে বিলুপ্ত তিনটি ইউনিটের নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়।


ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041