কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৯:০৫ , অনলাইন ভার্সন
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ২৩ অক্টোবর (বুধবার) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকার শামসুল হকের ছেলে সালাম (৫০), তার স্ত্রী খাতুন (৩৫) ও মেয়ে শাবা খাতুন (১৩)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হলে বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান সালাম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী রুপা। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে শাবা ও ছেলে সিয়াম যায়। এতে সালাম, রুপা ও সিয়াম মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078