মাইকিং করেও ভোট পড়ল মাত্র ১১ শতাংশ

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত আ.লীগের বাচ্চু

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ২১:৫০ , অনলাইন ভার্সন
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

ভোট গ্রহণ শেষে রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেসিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।

এ সময় বোয়ালখালী আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনের ১৫৬ কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও র‍্যাব।

মাইকিং করে ভোটার ডেকেও মাত্র ১১ দশমিক ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটকক্ষ ১ হাজার ২৫১টি। মোট প্রার্থী ছয়জন।

এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ) পান ১ হাজার ২৩০, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া (ছড়ি) পান ৫৭৯, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পান ৪৮০ ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পান ৩৬৯ ভোট।

আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়।

উল্লেখ্য, গত ২ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ৮ জুন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078