প্রধান উপদেষ্টার পরামর্শে চমক দেখাবে বিপিএল

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:৫৫ , অনলাইন ভার্সন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসছে আসরটি শুধু বিনোদন নয়, এই টুর্নামেন্টের মাধ্যমে তুলে ধরা হবে জুলাই বিপ্লবে শহীদদের নানা অজানা কথাও। এমনটিই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, বিপিএলের ১১তম আসর অন্য সব আসরগুলোকে ছাড়িয়ে যাবে। সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় এই আসরের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে প্রতিটি জেলায় মেলাসহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া দেশ-বিদেশের বিনোদন জগতের তারকারা থাকবেন আসর আলো করে।

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ১১তম আসরে অংশ নেবে ৭টি ফ্র্যাঞ্চাইজি।। সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় এই আসরকে এবার নতুন করে রংয়ে রাঙাতে চায় বিসিবি।

আসরটিতে অংশ নেবে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল। যেখানে বিপিএলের সফল আয়োজনে এবার ভিন্ন পথে হাটছে ক্রিকেট বোর্ড।

ফাহিম বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সঙ্গে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’

এদিকে বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী গড়ে তোলা হবে উৎসবমুখর পরিবেশ। বিসিবি চায়, বিপিএলের মাধ্যমে জুলাইয়ের বিপ্লবকে তুলে ধরতে।

বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেটার চেষ্টা চলছে। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে কানেক্টেড থাকবে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078