ট্রাম্পের অভিবাসী নির্বাসনের বিরুদ্ধে হেলির হুমকি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:১৮ , অনলাইন ভার্সন
ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাটিক গভর্নর মাউরা হেলি বলেছেন, তার রাজ্য পুলিশ আসন্ন ট্রাম্প প্রশাসনের গণ নির্বাসন প্রচেষ্টার সাথে ‘কোনো ধরনের সহযোগিতা করবে না’। তিনি সতর্ক করে বলেন, এই নীল রাজ্যের (ব্লু স্টেট) বাসিন্দাদের ‘সুরক্ষা’ করতে তিনি ‘টুলবক্সের প্রতিটি সরঞ্জাম’ ব্যবহার করবেন। 
হেলিকে গত ৬ নভেম্বর বুধবার এমএসএনবিসিতে  জিজ্ঞাসা করা হয় যে ম্যাসাচুসেটস স্টেট পুলিশ অবৈধ অভিবাসীদের গণ নির্বাসনে ফেডারেল সরকারকে সহায়তা করবে কিনা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প লাখ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করতে ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ নির্বাসন অভিযান’ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, ‘আইজেনহাওয়ার মডেল অনুসরণ করে, আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ নির্বাসন অভিযান পরিচালনা করব।’
তবে হেলি তার অবস্থান পরিষ্কার করেছেন।
রাজ্য পুলিশ প্রশাসনকে সাহায্য করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। একেবারেই না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ যে আমরা সকলেই স্বীকার করি যে রাজ্য ও রাজ্যের কর্মকর্তাদের উপর অনেক চাপ থাকবে। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সরবরাহ করার জন্য কঠোর পরিশ্রম করতে যাচ্ছি।’
হেলি রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে বিগত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছিলেন এবং ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৫ সালে মোকদ্দমা ও নিয়ন্ত্রণ এবং নির্বাহী কর্তৃত্বের ব্যবহারসহ প্রচুর প্রতিরোধ আসতে পারে।
হেলি বলেন, ‘কিছু বাস্তবতা লক্ষ করা দরকার। তা হলো ২০১৬ সালে আমাদের আদালতে একটি ভিন্ন পরিস্থিতি ছিল এবং আমি নিশ্চিত যে সামনে মামলা হতে পারে। অন্য অনেক উপায় রয়েছে যে লোকেরা তাদের রাজ্য ও বাসিন্দাদের জন্য কাজ করতে যাচ্ছে এবং কাজ করতে হবে। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও নির্বাহী ক্ষমতা এবং এর মতো আমাদের রাজ্যের মধ্যেও আইন রয়েছে। সুতরাং আমি মনে করি এখানে মূল বিষয় হলো, আমাদের নাগরিক, বাসিন্দা ও আমাদের রাজ্যকে রক্ষা করতে এবং মৌলিক নীতি হিসেবে গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখতে টুল বক্সের প্রতিটি টুল ব্যবহার করতে হবে।’ 
ম্যাসাচুসেটস এমন কয়েকটি রাজ্যের মধ্যে একটি যা দক্ষিণ সীমান্ত থেকে আসা অভিবাসী ঢেউয়ে প্লাবিত।
গত বছর ঢেউয়ের কারণে হেলি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ফেডারেল পদক্ষেপের আহ্বান জানান। তিনি স্বীকার করেন যে রাজ্যের নীতিগুলো অভিবাসীদের জন্য ড্র হতে পারে।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078