নিউজিল্যান্ডের পার্লামেন্টে নাচতে নাচতে বিল ছিঁড়লেন তরুণী এমপি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:২০ , অনলাইন ভার্সন
এবার প্রতিবাদের নয়া ধরন দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদ ভবনেই নাচলেন তরুণী এমপি।

প্রাচীন মাওরি জনজাতির অধিকার কেড়ে নেওয়া সংক্রান্ত বিলের প্রতিবাদ করতে আদিবাসী নাচে মেতে উঠলেন পার্লামেন্টের কনিষ্ঠতম এমপি হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক। নাচতে নাচতেই ছিঁড়ে ফেললেন বিতর্কিত বিলের কপি। 

সম্প্রতি নিউজিল্যান্ডের পার্লামেন্টে পেশ করা হয় ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া। ১৮৪০ সালে স্বাক্ষরিত হওয়া ওয়াইটাঙ্গি চুক্তির ভিত্তিতেই আনা হয়েছে এই বিল। তার পরই বিরোধীদের দাবি, এই বিলে নিউজিল্যান্ডের প্রাচীন জনজাতি মাওরিদের অধিকার খর্ব হচ্ছে। সেই সঙ্গে ছড়াচ্ছে জাতিবিদ্বেষও।

বিলের  খসড়া পাঠের পরই প্রতিবাদ শুরু করেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ এমপি মাইপি ক্লার্ক। ২২ বছর বয়সি এই তরুণী তে পাতি মাওরি দলের সদস্য। ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া পাঠের পরই তার কপি ছিঁড়ে ফেলেন তিনি। দাবি দেশের প্রাচীন উপজাতির অধিকার কেড়ে নিচ্ছে নতুন বিল! তারপর মাওরিদের ঐতিহ্যশালী হাকা নাচে মেতে ওঠেন তিনি। সঙ্গী হন বেশ কয়েকজন বিরোধী এমপিও।

পার্লামেন্টের অধিবেশন দেখতে গ্যালারিতে হাজির থাকা আমজনতাও নাচের তালে পা মেলান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট-দুনিয়ায়। যদিও সাসপেন্ড করা হয়েছে  ওই এমপিকে। পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় কয়েকজন সদস্যকেও। শেষ পর্যন্ত অবশ্য পাস হয়ে যায় বিলটি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেন, ব্যক্তিগতভাবে বিলের বিরোধী হলেও রাজনৈতিক কারণে তিনি নিজের দলের এমপিদের নির্দেশ দেন এই বিতর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য।

বিশ শতকের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডে আদিবাসী ভাষা ও সংস্কৃতি কমে গিয়েছিল, অনেক উপজাতীয় জমি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং মাওরিদের অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। ১৯৭০-এর দশকে আদিবাসীদের প্রতিবাদ আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে আইন প্রণেতারা এবং আদালতগুলো ধীরে ধীরে  মাওরিদের স্বার্থরক্ষার জন্য এগিয়ে আসে। মাইনর লিবার্টারিয়ান পার্টি এক্ট -এর নেতা ডেভিড সিমুর মাওরিদের আলাদা অধিকার প্রদান করার পক্ষে সওয়াল করেছেন। সূত্র : হিন্দুস্থান টাইমস

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078