১০০ মিলিয়ন ডলারের ডিজিটাল দস্যুতা

নিউইয়র্কের আদালতে অভিযুক্ত বাংলাদেশি দুই ভাই

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৩:৪৬ , অনলাইন ভার্সন
আইপি টিভি ও হাই ডেফিনেশন (এইচডি) টিভি বক্স ব্যবসার মাধ্যমে অবৈধ ডিজিটাল ট্রান্সমিশন পরিষেবা প্রদানের অভিযোগে নিউইয়র্কে ব্রুকলিনে ফেডারেল আদালতে দুই বাংলাদেশি অভিযুক্ত হয়েছেন। তারা হলেন নিউইয়র্কের আপস্টেটের বাসিন্দা নূর নবী চৌধুরী (৫৬) এবং ঢাকায় তার ভাই মোহাম্মদ মাহমুদুর রহমান (৩৬)। অভিযোগ প্রমাণিত হলে তাদের কমপক্ষে ২৫ বছরের সাজা হতে পারে।  
দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ- তারা একটি অবৈধ ডিজিটাল ট্রান্সমিশন পরিষেবা প্রদান করে আসছিল। তারা আইপি টিভি ও হাই ডেফিনেশন (এইচডি) টিভি বক্সের মাধ্যমে কপিরাইট কনটেন্ট, বিশেষ করে লাইভ স্পোর্টস প্রোগ্রামিং এবং টেলিভিশন শো গ্রাহককে স্বল্পমূল্যে দেখার সুযোগ করে দিতেন। এতে মূল প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই ক্ষতির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন ডলার। এই দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রাহকের তথ্য চুরিরও অভিযোগ আনা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে ফেডারেল ক্রাইম। 
নূর নবী চৌধুরীকে ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে তাকে নিউইয়র্কের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের যুক্তরাষ্ট্র জেলা আদালতে হাজির করা হয়। মাহমুদুর রহমানকে পলাতক দেখানো হয়েছে। 
ইউনাইটেড স্টেটস অ্যাটর্নি পিস বলেন, ‘অভিযুক্তরা একটি বুটলেগ অনলাইন স্ট্রিমিং পরিষেবা পরিচালনা করেছিল যা কপিরাইটযুক্ত টেলিভিশন প্রোগ্রাম ছিল। আমার অফিস এবং বিচার বিভাগ এই ধরনের আসামীদের ডিজিটাল দস্যুদের হাত থেকে মেধা সম্পত্তি ধারকদের অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 
অপরাধীদের সনাক্ত করতে বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং যুক্তরাজ্যের সিটি অব লন্ডন পুলিশ, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং নেদারল্যান্ডস ফিসকেল ইনলিচটিংজেন-এন অপস্পোরিংসডিয়েনস্ট এবং যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শন পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন ইউনাইটেড স্টেটস অ্যাটর্নি পিস।
প্রিন্সিপাল ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল আর্জেন্টিয়েরি বলেন, আসামিরা এবং তাদের ডিজিটাল স্ট্রিমিং স্কিম কপিরাইট লঙ্ঘন করেছে। তারা কোম্পানিগুলোর সনাক্তকরণ তথ্য ব্যবহার করে তাদের ট্র্যাকগুলি আবরণ করার চেষ্টা করেছিল এবং কপিরাইট মালিকদের পাশাপাশি ব্যাংক এবং পেমেন্ট প্রসেসরদের সাথে প্রতারণা করে আসছিল। 
বাংলাদেশি সহোদর নূর নবী চৌধুরী এবং মোহাম্মদ রহমানের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের জন্য ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থের অভিযোগ রয়েছে। অভিযুক্ত হিসাবে এবং তাদের অপরাধমূলক পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসামীরা অবৈধ সম্পদের সন্ধানে আমেরিকান বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছিল।
অভিযোগ অনুযায়ী, আনুমানিক মে ২০১৭ এবং নভেম্বর ২০২৪ এর মধ্যে আসামীরা অবৈধভাবে অনলাইন ভিডিও এবং স্পোর্টস স্ট্রিমিং পরিষেবা প্রদান করে আসছিল। প্রতি মাসে ১০ ডলারের মতো সাবস্ক্রিপশন ফিতে, গ্রাহকদের ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসে লাইভ টেলিভিশন এবং স্পোর্টস প্রোগ্রামিং দেখাতো। 
অবৈধ ব্যবসা পরিচালনার জন্য অভিযুক্ত দুই ভাইয়ের ব্যবহৃত ওয়েবসাইট ডোমেনগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার কর্তৃক ‘টোয়েন্টি ফোর সেভেন টিভি স্ট্রিম ডটকম’ ভিজিট করলে সেখানে জব্দ করার নোটিশ দেখা যাচ্ছে। 
এদিকে দোষী সাব্যস্ত হলে ডিজিটাল ট্রান্সমিশন পরিষেবা প্রদানের অভিযোগে দুই ভাইয়ের প্রত্যেককে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। ডিজিটাল ট্রান্সমিশন পরিষেবা প্রদানের জন্য তিন বছরের এবং জালিয়াতি করার জন্য ২০ বছরের জেল এবং ক্রমবর্ধমান পরিচয় চুরির জন্য দুই বছরের কারাদন্ড হতে পারে। 
নিউইয়র্ক ফিল্ড অফিস, বাফেলো ফিল্ড অফিস এবং অটোয়া, হেগ এবং লন্ডনে তাদের অ্যাটাচি অফিসের সহায়তায় এই মামলাটির তদন্ত চলছে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041