যদি নিভে যায়

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২১:৩৮ , অনলাইন ভার্সন
কেমন আকাশ বলো আমাদের হবে
সমুদয় নীল, উন্মীল আলোক, যদি নিভে যায়
হেরে যায় যদি, চন্দ্র-সূর্য-তারা, ছায়াপথ!

চেয়ে আছি দূর পথে, অধীর নয়ন
খননের পর যদি মিলে যায়, সুদিনের সে স্বর্ণকমল।
আশা জাগে নদে, ভাটির জীবনে ভাসে, বিদীর্ণ কঙ্কাল;

যদি-বা দাঁড়িয়ে যায় সামর্থ্যরে শেষটুকু ছুঁয়ে
নক্ষত্ররাজির ঢেউ, ধরে রেখে, বুকের জমিনে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041