কারাগার থেকে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ : ০২ অগাস্ট ২০২৩, ২৩:২৬ , অনলাইন ভার্সন
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গত রোববার গ্রেপ্তার হন বুয়েটের সাবেক–বর্তমান ৩১ শিক্ষার্থীসহ মোট ৩৪ জন। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পরদিন সোমবার কারাগারে পাঠানো হয়। পরে আজ বুধবার বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেন আদালত। বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন আবেদন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তার বাকি দুজনের বয়স কম হওয়ায় তাদের জন্য শিশু আদালতে জামিন চাইবেন আইনজীবীরা।

জামিনের পর কারাগার থেকে আজ ২ আগস্ট বুধবার রাত ১০টায় মুক্তি পেয়েছেন বুয়েটের সাবেক–বর্তমান ৩১ শিক্ষার্থীসহ মোট ৩২ জন। রাত আটটায় আদালত থেকে জামিনের কাগজ কারাগারে আসার পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ প্রত্যেকের অভিভাবকদের কাছে তাদের তুলে দেয়।

এর আগে বুধবার বেলা ১টায় সুনামগঞ্জের মুখ্য বিচারিক আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে বুয়েট শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল ও আব্দুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তি-তর্ক শেষে মুখ্য বিচারিক আদালত বুয়েটের বর্তমান ২৪ জন, সাবেক ৭ জনসহ ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

মুখ্য বিচারিক আদালতে পুলিশের পক্ষ থেকে জামিন না দেওয়ার জন্য ও বুয়েট শিক্ষার্থীদের বিষয়ে যেসব অভিযোগ আনা হয়েছে আরও অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বুয়েট শিক্ষার্থীদের স্বজনেরা হাজির হন। জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদের স্বজনেরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বুয়েট শিক্ষার্থীদের আইনজীবী অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি এবং তাদের জামিন দিয়ে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নজির স্থাপন করলেন।’

তিনি বলেন, এসব কোমলমতি শিক্ষার্থী দেশের সম্পদ। তাদেরকে এমন কঠিন একটি মামলা থেকে জামিন দেওয়ায় আইনজীবীসহ সকল অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন।

অপর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিল। পুলিশ শুধু সন্দেহের বশবর্তী হয়ে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। তাদের আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণ করেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078