সময়ের আল্পনা 

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:০২ , অনলাইন ভার্সন
কাঠ পেন্সিলে আঁকা সময়ের আল্পনা; 
ইরেজারে মুছে ফেলা যায় জেনেও-
স্বযত্নে লালন করি কষ্ট পাওয়ার জন্য। 

অদ্ভুত নেশায় আসক্ত বেপরোয়া মন;
ধ্বংসস্তুপে দাঁড়িয়েও স্বপ্নে বিভোর 
দুধকলায় কালসাপ পোষে বিশ্বাস। 

দুঃখগুলো অজান্তে পিষে মারে রোজ
সব আছে তবু যেন সুখের নাই খোঁজ।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041