এনআরবি অ্যাওয়ার্ড পেলেন ৪১ জন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬ , অনলাইন ভার্সন
নিউইয়র্কে অনাবাসী বাংলাদেশি (এনআরবি) ১৪তম পুরস্কার পেলেন দেশ ও প্রবাসের শিল্পী ও কলা-কুশলীসহ ৪১ জন। ১ ডিসেম্বর রোববার রাতে কুইন্স প্যালেসের মিলনায়তনে শোটাইম মিউজিক এনআরবি নামে এ পুরস্কারের আয়োজন করে। 
অনুষ্ঠানে একে একে ৪১ জন শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষণা করেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। প্রবাসের বাংলাদেশি ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসের উদীয়মান শিল্পী, কলা-কুশলীরাও পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার।
এবারে নিউইয়র্কে অনাবাসী বাংলাদেশি (এনআরবি) পুরস্কার যারা পেয়েছেন তারা হলেন-সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা, শিল্পী অনিক রাজ, শিল্পী মিতু মাহমুদ, সিলেট মটরস, শিল্পী কামরুল ইসলাম, কুইন্স প্যালেসের কর্ণধার সৈয়দ মুস্তাকিম, কুইন্স প্যালেসের রাবু, অ্যাক্টিভিস্ট আবদুর রহমান, অ্যাক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, নারী উদ্যোক্তা রানো নেওয়াজ, নারী উদ্যোক্তা মুনমুন হাসিনা, ডিজিটাল বাংলা ট্রাভেলসের কর্ণধার বেলায়েত হোসেন বেলাল, চ্যান্সেলর আবু বকর হানিপ, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নুরুল আজিম, গ্লোবাল এমএস ইনকের তারেক হাসান খান, মোহাম্মদ খালেক,  নায়া ডিস্ট্রিবিউটরের সত্ত্বাধিকারী বিলাল চৌধুরী, ক্রেডিট কোরের মোহাম্মদ এ কাশেম, খলিল ফুডসের কর্ণধার মো. খলিলুর রহমান, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ চিশতী, অ্যাক্টিভিস্ট হাসান জিলানী, সানম্যান গ্লোবাল এক্স করপোরেশন, আশরাফ চৌধুরী খোকন, আহসান হাবীব, এম এ হোসেন সেলিম, আবদুর রশিদ বাবু, রিদোয়ান হক, ডিজিটাল ট্রাভেলস, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, ফটো সাংবাদিক তুষার, ডা. বর্ণালী হাসান, সাংবাদিক আব্দুল আউয়াল মিন্টু, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী রেশমি মির্জা, ফ্যাশন ডিজাইনার মানহা ক্লোজেট, সামাজিক কর্মী শাহানাজ হোসেন, মিয়া মোহাম্মদ দুলাল, শিল্পী কামরুজ্জামান বকুল ও সামাজিক কর্মী খায়রুল ইসলাম খোকন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ নেওয়াজ, নুরুল আজিম, মোঃ হোসেন জামিল, খলিলুর রহমান, আহসান হাবিব, আব্দুর রশিদ বাবু ও হাসান জিলানী। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী টিনা রাসেল, অংকন ইয়াসমিন, প্রতিক হাসান, কামরুল ইসলাম, রানো নেওয়াজ, অনিক রাজ ও মিতু মাহমুদ।শোটাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম সকল পৃষ্ঠপোষক ও শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078