মালতি নিরুদ্দেশ

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৩, ১৪:৪৭ , অনলাইন ভার্সন
আজ আমার ভেতরটা আমি তোমায়
উঠোনের মতো খুলে দেখাতে চাই,
চেয়ে দেখো সেখানে পড়ে আছে কিছু-
ভালোবাসার রৌদ্র পোড়া ছাই।

এ কারও বেদনার পরিতাপ নয়, নয় কাক্সিক্ষত কোনো নির্ভর স্বর-
এ শুধু দুর্মর বিরহের অব্যক্ত বিলাপধ্বনি,
খিল এঁটে ঘুমায় পাড়া, ঘুমায় লক্ষ্মীন্দর।

দহনকাল গিয়েছে কবে আপনারে কুর্নিশ করি-
স্মৃতির ভাগাড়ে আছে পড়ে-
কীটাণু কীট- আঁধার শর্বরী।

কোথায় খুঁজিব তারে, কোন শীতলক্ষ্যার ধারে-
হিমবাহ গ্রাস করেছে নক্ষত্রের দীপাবলি রাত,
কুয়াশার প্রহেলিকায় মুখ ঢাকে আততায়ী সময়;
দ্বৈরথ সমরে নিষ্পেষিত দুর্বাসার অভিসম্পাত।

এখনো এখানে বাতাসে ভেসে বেড়ায়-
তার সুমিষ্ট কিন্নর ধ্বনি কিংবা খোঁজাখুঁজির ব্যর্থ উদ্দেশ
আঁধারের গায়ে লেগে আছে কলঙ্কের দাগ,
বুঝে উঠতে পারিনি কখন, মালতি নিরুদ্দেশ।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041