ঠিকানায় খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি আইসিটির চিফ প্রসিকিউটর

ওবায়দুল কাদেরের পালানোর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ , অনলাইন ভার্সন
আওয়ামী লীগ সরকার পতনের পর জনসম্মুখে আর দেখা যায়নি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। সম্প্রতি সংবাদমাধ্যম মারফত জানা গেছে, গত তিন মাস তিনি দেশেই আত্মগোপনে ছিলেন। এরপর দেশত্যাগ করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও তাকে ধরা গেল না কেন? ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এমন প্রশ্নের মুখোমুখি হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার ভাষ্যমতে, তিন মাস দেশে অবস্থান করার পরও ওবায়দুল কাদেরের পালানোর ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। তবে জীবন বাঁচাতে ৫ আগস্টের পর অনেকেই নির্দিষ্ট জায়গায় আশ্রয় পেয়েছিলেন। জীবনের ঝুঁকি যখন কমে গেল, তখন উচিত ছিল তাদের আইনের হাতে সোপর্দ করা।
এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন, ভারতের সঙ্গে সম্পর্ক, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুনের বিচার; এমন নানা বিষয় আলোচিত হয়। অনুষ্ঠানটি সরাসরি দেখা গেছে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা)। আর এই টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলের
সদ্যই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছে উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারও আদালতের মাধ্যমেই এই ব্যবস্থা বাতিল করেছিল একটা সময়। সেক্ষেত্রে সরকার বদলের পর আদালতের সিদ্ধান্তও বদলে গেল। এ বিষয়ে ব্যারিস্টার রাশনা ইমামের দৃষ্টি আকর্ষণ করেন খালেদ মুহিউদ্দীন।
“সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়ন করা হয়। এতে সব রাজনৈতিক দলের ঐকমত্য ছিল। কিন্তু যখন এবিএম খায়রুল হক রায়ের মাধ্যমে এটা বাতিল করলেন তখন সেখানে তড়িঘড়ি ছিল। আবার যখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তুলে দেওয়া হলো সেখানেও তড়িঘড়ি ছিল। আওয়ামী লীগ আমলের এই পঞ্চদশ সংশোধনী ক্ষমতার অপব্যবহারের সবচেয়ে বাজে উদাহরণ।” এমন বিশ্লেষণ দিলেন রাশনা ইমাম।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অনির্বাচিত একটি ব্যবস্থা, সেক্ষেত্রে এটি কতটা গ্রহণযোগ্য- এ প্রসঙ্গে আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সব দলের সম্মতিতে এই ব্যবস্থা করা হয়েছিল। সেক্ষেত্রে এটাই জনগণের ইচ্ছা ও অভিপ্রায়। তাই তত্ত্বাবধায়ক সরকারকে অনির্বাচিত বলার সুযোগ নেই। কারণ এটা জনগণের আকাঙ্ক্ষারই প্রতিফলন।

 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041