নিয়তির নর্তন

প্রকাশ : ০২ জানুয়ারী ২০২৫, ১৮:৩২ , অনলাইন ভার্সন
একবার নয় বহুবার চেয়েছি
বারবার চেয়েছি, অপেক্ষা করেছি;
ধৈর্য ধরেছি, কষ্ট সহ্য করেছি-
পাইনি! হয়নি! হবে না!
অখুশি হয়েছি অতৃপ্তিতে-
তবুও মেনে নিয়েছি নির্দ্বিধায়,
না-পাওয়াটাই ঠিক ছিল ভেবে।

সব ভালোই ভালো হয় না,
কিছু মন্দও ভালো হয় কোনো সময়ে;
হারের আবার-হার কিসে?
মেনে নেয়াতেও থাকে বেশি বিজয়
হতে পারে অনেক বেশি সম্ভাবনার।

 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041