মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’

প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৩২ , অনলাইন ভার্সন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এরই জেরে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচলও। এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট। 

১৭ জানুয়ারি (শুক্রবার) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৮ মিনিটে ‘স্টারশিপ’ উৎক্ষেপণ করে স্পেসএক্স। কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। মাঝ আকাশেই বিস্ফোরণ হয় এবং রকেটের ধ্বংসাবশেষ ও আগুনের গোলা নিচের দিকে নামতে থাকে দ্রুত গতিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এটি ভেঙে পড়ল তার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। 

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি, তা থেকেই সাফল্য আসে। আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে। স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ নিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন, সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত। এ বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের দৃশ্যও শেয়ার করেন তিনি। 

এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে স্পেসএক্সের একটি রকেট মাঝ আকাশে ভেঙে পড়েছিল। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ে রকেটটি ধ্বংস হয়ে যায়। ভারত মহাসাগরের ওপরে সেই ধ্বংসাবশেষ পড়ে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078