ডিপসিকের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা মার্কিন প্রযুক্তি শেয়ারের 

প্রকাশ : ২৯ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ , অনলাইন ভার্সন
ডিপসিকের ধাক্কা সামলে ২৮ জানুয়ারি (মঙ্গলবার) কিছুটা ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শেয়ার। এদিন এআই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া ৮ দশমিক ৯ শতাংশ মূল্যবৃদ্ধি নিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ করেছে।
এর আগে, কম খরচে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ডিপসিকের আবির্ভাবের ফলে মার্কিন এআই চিপ বাজারের একচেটিয়া আধিপত্য হুমকির মুখে পড়তে পারে—এই আশঙ্কায় বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি করেন।
গত ২৭ জানুয়ারি (সোমবারের) ঐতিহাসিক দরপতনের পর অনেক বিনিয়োগকারী কম দামে শেয়ার কেনার সুযোগ কাজে লাগিয়েছেন, যা এনভিডিয়াসহ পুরো প্রযুক্তি খাতের পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

গত সোমবার এআই চিপ জায়ান্ট এনভিডিয়া এক দিনে প্রায় ১৭ শতাংশ বা ৫৯৩ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে, যা কোনো প্রতিষ্ঠানের জন্য একদিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড।
এনভিডিয়ার পতনের সঙ্গে সঙ্গে সেমিকন্ডাক্টর, বিদ্যুৎ ও এআই সংশ্লিষ্ট অবকাঠামো খাতে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের সম্মিলিত ক্ষতি ছাড়িয়ে গেছে এক ট্রিলিয়ন ডলার।

কম খরচে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ডিপসিকের আবির্ভাবের ফলে সোমবার প্রযুক্তি শেয়ারগুলো বিশ্বব্যাপী ৫ দশমিক ৬ শতাংশ পড়ে যায়। কোম্পানিটি দাবি করেছে, তাদের এই নতুন প্রযুক্তি প্রচলিত সেবাগুলোর তুলনায় অনেক কম ডাটা ব্যবহার করে এবং এর খরচও অনেক কম। যদিও ডিপসিকের খরচের দাবির ওপর সংশয় রয়ে গেছে, তবুও এটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

এদিকে, মঙ্গলবার প্রযুক্তি খাতের মূল সূচক ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সোমবারের ৯ দশমিক ২ শতাংশ পতনের পর উল্লেখযোগ্য পুনরুদ্ধার। এটি মার্চ ২০২০ পরবর্তী সময়ের মধ্যে সেমিকন্ডাক্টর শেয়ারগুলোর একদিনে সবচেয়ে বড় পতন ছিল।

শিকাগোতে টেস্টিট্রেড ব্রোকারেজের সভাপতি জেজে কিনাহান বলেন, ‘গতকাল ছিল প্রাথমিক প্রতিক্রিয়া। আজ বিনিয়োগকারীরা প্রশ্ন করছে, কেউ কি কোনো ধরনের গবেষণা করেছে? কেউ কি নিশ্চিত করেছে যে ডিপসিক ঠিক যেমনটি বলছে, তেমনটি সত্যিই রয়েছে? আমরা কি আরও প্রমাণ পেতে পারি যে তারা সত্যিই অনেক কম খরচে এটি তৈরি করেছে?’

মঙ্গলবারের সেশনে এনভিডিয়ার শেয়ারের দাম ১২৮ দশমিক ৯৯ ডলারে শেষ হয়, যা এখনও শুক্রবারের ১৪২ দশমিক ৬২ ডলারের তুলনায় অনেক কম। অন্যদিকে, সোমবার ১৩ দশমিক ৮ শতাংশ পতনের পর ওরাসেল শেয়ার ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার ১৯ শতাংশ পতনের পর মারভেল টেকনোলজির শেয়ারও ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

সোমবার ১৭ দশমিক ৪ শতাংশ পতনের পর আরেকটি চিপ জায়ান্ট ব্রডকমের শেয়ার মঙ্গলবার ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পয়েন্ট ৭২ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা স্টিভেন কোহেন মঙ্গলবার মায়ামিতে একটি কনফারেন্সে বলেন, ‘ডিপসিকের ঘটনা আসলে আশাব্যঞ্জক, কারণ এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দিকে অগ্রসর হওয়ার পথে একটি পদক্ষেপ।’

বেঞ্চমার্ক কোম্পানির চিপ শিল্প বিশ্লেষক কোডি অ্যাক্রির মতে, এর ফলে বিনিয়োগকারীরা এআই-সম্পর্কিত স্টকের মূল্যায়নের বিষয়ে আরও সতর্ক হতে পারে।

চ্যাটজিপিটির এআই ফার্মের প্রধান অল্টম্যান একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘আমরা অবশ্যই আরও ভালো মডেল সরবরাহ করব এবং নতুন প্রতিযোগী পাওয়াটাও সত্যিকার অর্থেই উৎসাহব্যঞ্জক।’

ডিপসিকের আকস্মিকভাবে এআই শিল্পে আত্মপ্রকাশ এই ধারণাকে উল্টে দিয়েছে, চীন তার বৃহত্তর মার্কিন প্রতিদ্বন্দ্বীদের থেকে বছরের পর বছর পিছিয়ে আছে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078