ভ্যালেন্টাইন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৩৬ , অনলাইন ভার্সন
ভ্যা
তোমার হাতের চুড়ির শব্দে
ভালোবাসার মিলন সুরে,
প্রেমের গাঙে উর্মি ওঠে
মনটা হারায় অচিনপুরে।

লে
হাতটি ধরে হাঁটি যখন
গোলাপ ফুলের বাগে,
কুহুতানে মনটা মাতে
মধুর অনুরাগে।

ন
উষ্ণ অধর ছুঁলেই তোমার
শরীর ওঠে দুলে,
সুখ পাপিয়া ডানা মেলে
বদ্ধ আগল খুলে।

টা
খুনসুটিতে মাতো যখন
ঝরে কথার ফুলঝুরি,
রিনিঝিনি শব্দে বাজে
হাতের কাচের চুড়ি।

ই
অপরূপা হয়ে তুমি
যখন আসো কাছে,
কুহু কুহু কোকিল ডাকে
কৃষ্ণচূড়া গাছে।

ন
ইতল বিতল চিতল হাওয়ায়
সিল্কি কালো কেশে,
মুগ্ধতার ওই আবেশ ছড়াও
নীলাম্বরী বেশে।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041