শম্পা ঘোষ
পড়ন্ত বিকালে রক্ত চুনিয়ে পড়ছে নিভন্ত সূর্য থেকে,
কত আনকথা জমে ছিল সময়ের সাথে,
তবু জীবন পরিচ্ছেদে কখন একটা
পাতা সাদা হয়ে থেকে গেছে;
গাণিতিক নিয়মে তুমি ফেরোনি আর-
উপন্যাসের স্বর্গীয় মুক্তির আশায়-
আজও বসে থাকি আমি।
পড়ন্ত বিকালে রক্ত চুনিয়ে পড়ছে নিভন্ত সূর্য থেকে,
কত আনকথা জমে ছিল সময়ের সাথে,
তবু জীবন পরিচ্ছেদে কখন একটা
পাতা সাদা হয়ে থেকে গেছে;
গাণিতিক নিয়মে তুমি ফেরোনি আর-
উপন্যাসের স্বর্গীয় মুক্তির আশায়-
আজও বসে থাকি আমি।