শিকলে বেঁধে অবৈধ ভারতীয়দের দেশে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ , অনলাইন ভার্সন
শিকলে বেঁধে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে দ্বিতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে ভারতের সংসদে বিরোধী নেতাদের মধ্যে থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের বক্তব্য, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে। তাদের অপমান করা হয়েছে। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। আজ ১৬ ফেব্রুয়ারি (রবিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাতে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছল ভারতে।

মূলত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম বিমান পৌঁছাল ভারতে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় বিমানটি। 

এদিকে শনিবার রাতে অবৈধ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানটি অমৃতসরে পৌঁছনোর আগেই সেখানকার বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় পৌঁছে যান বিমানবন্দরে।

আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ ভারতীয়দের জন্য খাবার এবং থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলেও সেসময় জানান মান। তিনি বলেন, আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন। তারা যেন ক্ষুধার্ত না থাকেন।

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয়দের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দাও রয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে তাদের দিল্লির উদ্দেশে পাঠানো হবে বলে শনিবার জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যম বলছে, দ্বিতীয় দফায় ফেরত পাঠানো এই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এছাড়া গুজরাটের আট জন, উত্তরপ্রদেশের তিন জন, গোয়ার দুজন, মহারাষ্ট্রের দুজন, রাজস্থানের দুজন, হিমাচল প্রদেশের এক জন এবং ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের এক জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ ভারতীয়দের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানের ভারতে আসার কথা রয়েছে। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, তা এখনও জানানো হয়নি। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। আর এই বিষয়টি নিয়ে ভারতে বিতর্কও সৃষ্টি হয়। যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।
 
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুসারেই হাতকড়া-শিকল পরানো হয় অবৈধ অভিবাসীদের। এই বিতর্কের মধ্যেই শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের  ফেরত পাঠানো হলো ভারতে। ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারতে ফিরেছেন মোদিও।

শিকলে বেঁধে ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত
এদিকে ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠানোর ঘটনায় দেশটির সংসদে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছে। 
তাদের বক্তব্য, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে। তাদের অপমান করা হয়েছে।
এরপর সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর (এসওপি) আছে। ২০১২ সাল থেকে তা চালু আছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে।
জয়শঙ্কর জানিয়েছেন, আইসিই তাকে জানিয়েছে, নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল।
জয়শঙ্কর আরও বলেছেন, অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
অবশ্য কংগ্রেস সংসদ সদস্য মানিকরাম ঠাকুর বলেছেন, এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। আমেরিকা এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না।
কংগ্রেসের আরেক সংসদ সদস্য শশী থারুরের মতে, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল বেঁধে ভারতীয় ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান।
তৃণমূলের সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান  তাদের দেশে নামতে দেয়নি, তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কী করছে?

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ওইদিনই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। এরপর দেশটিতে শুরু হয় ধরপাকড়। ভারত ছাড়াও অন্যান্য দেশের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮০০ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় ৮ লাখ অভিবাসী আছেন। যার মধ্যে ২০ হাজার অভিবাসী অবৈধ। তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঠিকানা/এসআর

 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078