মানুষ খোঁজা        

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৩:২৪ , অনলাইন ভার্সন
এখন আমি মানুষের ভিতর মানুষ খুঁজি,
আমাদের বিবেক এবং চেতনার শরীরে- 
জাপ্টাজাপ্টি করে শুয়ে আছে অলীক বন্ধ্যত্ব; 
রৌদ্রের গন্ধ লেপ্টে আছে সর্বাঙ্গ জুড়ে, 
মানুষের পোড়া মুখ, চিতার ভস্ম হাড়গোড়;
ব্যঙ্গ সভ্যতার উপেক্ষিত উপহাস বীজতত্ব।

অনেকদিন আমি মানুষ দেখি না,
হাত-পা খুবলানো কঙ্কালের বিগলিত লাশ- 
আমাকে ভৎসনা করে মনুষত্বের দোহাই তুলে;
আমি হ্যাঁচকা টানে খুলে ফেলি জড়-বিষাদের সকল আভরণ,
হাড়-জিরজিরে শরীর বেরিয়ে আসে প্রাগ ঐতিহাসিক ফসিল;
আমি অট্টহাসিতে ফেটে পড়ি মানুষ দেখার ভুলে!

এখন আমি আর মানুষ খুঁজিনা, 
চারিদিকে অমানুষের ভিড়ে আমাকে খুঁজি-
বদলে যাওয়া আমিও মিশে থাকা-ঝাঁকের-কৈ;
বেচা-কেনার হাটে সস্তায় বিকোয়,
বিবেক, বুদ্ধিহীন মূক-বধির জড়বস্তু এক; 
এখন আমরা কেউ আর মানুষ নই।   
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041