দূর নক্ষত্র 

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৪:৩৩ , অনলাইন ভার্সন
যতই তোমাকে কাছে পেতে চাই 
ততই দূর থেকে- দূরে সরে যাও, 
অনেকটা কাটা ঘুড়ির মতো; 
বর্ষায় হেঁয়ালি বৃষ্টির মতো, 
কিম্বা মেঘে ঢাকা তারার মতো,
এই দৃশ্যমান লুকোচুরি খেলা- 
আর কাঁহাতক দেখবো বলো ?

প্রতিদিন ক্ষয়ুষ্ণু চাঁদের মতো- 
তুমি নিজেকে আড়াল করে নাও, 
নাটাইয়ে গোটানো সুতোর মতো; 
নিজেকে ক্রমশঃ সরিয়ে নাও, 
অথবা লজ্জাবতী লতার মতো 
নিজেকে ঢেকে রাখো- 
আমার দৃষ্টির সীমানা থেকে ।

তুমি এখন দূর আকাশে নক্ষত্র কণিকা-
সীমাহীন দূরত্ব অতিক্রম করেও 
যাকে ছোঁয়া যায় না ।
তুমি এখন বড়ো অচেনা এক 
দূর দ্বীপ বাসিনী, 
কুয়াশা ঘন আচ্ছন্ন এক নীহারিকা 
তোমার অস্তিত্বকে অনুভব করা যায়না, 
শুধু স্বপ্নে কল্পনা করা যায় ।

তোমাকে নিয়ে ভাববার যে প্রতিশ্রুতি 
একদিন দিয়েছেলে,
তুমি নিজেই-নিজের সেই প্রতিশ্রুতি থেকে সরে গেলে।
হয়তো এও তোমার হেঁয়ালি মনের 
এক ধরণের ভ্রান্তি বিলাস ।

তবে তাই হউক, তবে তাই হউক, তবে তাই হউক ।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041