লাইমলাইটে ইলন মাস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২৩:৩৮ , অনলাইন ভার্সন
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের পরে মার্কিন রাজনীতিক ও মিডিয়া অঙ্গনে যিনি সবচেয়ে বেশি লাইমলাইটে আছেন, তিনি হলেন বর্তমান সময়ের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ৫৩ বছর বয়সী ইলন মাস্ক টেসলা, স্পেসেক্স, টুইটারসহ (বর্তমান নাম এক্স) আরও ছোট-বড় সিইও। ফোর্বস ম্যাগাজিনের হিসাবমতে, তার অর্থবিত্তের পরিমাণ প্রায় ৩৩০ বিলিয়ন মার্কিন ডলার। এসব কিছুকে ছাপিয়ে যে কারণে তিনি লাইমলাইটে আছেন, তা হলো যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনে তার ক্রমবর্ধমান ক্ষমতা ও প্রভাব।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী তহবিলে বিপুল অঙ্কের অর্থ প্রদানের মাধ্যমে তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং মার্কিন রাষ্ট্র ও সরকার পরিচালনার নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন। ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হওয়ার পাশাপাশি তাকে নবগঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (DOGE) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকারের বিভিন্ন এজেন্সির সংকোচন, বিলুপ্তি এবং এসব এজেন্সি কর্তৃক সরকারি অর্থের অপচয়, অপব্যবহার ও জালিয়াতি (Waste, Abuse and Fraud) বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের দায়িত্ব তার ওপর ন্যস্ত করা হয়। এ লক্ষ্যে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে লক্ষাধিক সরকারি কর্মচারী লে-অফ ও চাকরিচ্যুতির শিকার হয়েছেন, যদিও একাধিক কোর্ট পরে তাদের অনেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়। ডেমোক্র্যাটিক পার্টির ও সমমনা বহু মহল মাস্কের তৎপরতা নিয়ে তীব্র সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করলেও রিপাবলিকান নেতৃবৃন্দ তার কর্মকাণ্ডে সমর্থনসূচক মনোভাব প্রকাশ করেন। এ সম্পর্কে ট্রাম্পের বক্তব্য হলো ‘Elon Musk is doing a great job and he is a smart guy.’ সম্প্রতি অনুষ্ঠিত এক কেবিনেট মিটিংয়ে ট্রাম্প তার মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘Look, we have to approve what he does.’
সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে প্রদত্ত ভাষণে ট্রাম্প তার সরকারি অর্থের অপচয়, অপব্যবহার ও জালিয়াতির চিত্র তুলে ধরেন। সেই ভাষণে তিনি বহু বছর আগে মারা যাওয়া হাজার হাজার ব্যক্তিকে সোশ্যাল সিকিউরিটি ভাতা প্রদান অব্যাহত রাখা, বিভিন্ন দেশে ট্রাম্প জেন্ডার, ডিইআই (Diversity, Equity, Inclusion), পুরুষদের খতনা ইত্যাদি খাতে মার্কিন অর্থ প্রদানের উল্লেখ করে এটাকে সরকারি অর্থের ঘোরতর অপচয় ও অপব্যবহার হিসেবে বর্ণনা করেন। অন্য একটি অনুষ্ঠানে ট্রাম্প বাংলাদেশের একটি এনজিওকে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণ (Strengthening of Political Landscape) প্রকল্পে ২৯ মিলিয়ন ডলার ও ভারতে ভোটারদের ভোটকেন্দ্রে হাজির হতে উৎসাহী করতে মোদি সরকারকে ২১ মিলিয়ন ডলার প্রদানের বিষয় উল্লেখ করেন।
ইলন মাস্ক কেবিনেট মন্ত্রী নন। ট্রাম্প তাকে একজন বিশেষ কর্মচারী বা Special Employee হিসেবে বর্ণনা করেন।
ইলন মাস্কের প্রতি ট্রাম্পের বিপুল আস্থা দেখে এটা প্রতীয়মান হয়, ট্রাম্প তার নির্বাহী ক্ষমতাকে ইলন মাস্কের সঙ্গে ভাগাভাগি করে নিতে ইচ্ছুক। নিজে রাষ্ট্রপ্রধান হিসেবে থেকে সরকারপ্রধানের কিছু দায়িত্ব ইলন মাস্কের ওপর ছেড়ে দেওয়ায় মাস্কের ক্ষমতা ও প্রভাববলয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ২৪ ফেব্রুয়ারি সংখ্যা টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ওভাল অফিসে প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকা ইলন মাস্কের ছবি দেখে বোঝা যায়।
মার্কিন প্রশাসনে ইলন মাস্কের চলমান তৎপরতা আগামীতে ট্রাম্প ও তার পার্টির জন্য হিতে বিপরীত হতে পারে বলে অনেকে মনে করেন, যার কিছু আলামত ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে। ১৩ মার্চ নর্থ ক্যারোলিনায় সেখানকার রিপাবলিকান কংগ্রেসম্যান চাক এডওয়ার্ডস ইলন মাস্কের কর্মকাণ্ডে ক্ষুব্ধ জনতার ধিক্কারের মুখে পড়েন। এর পূর্বে ফেব্রুয়ারি মাসে ক্যানসাসের মার্কিন রিপাবলিকান সিনেটর রজার মার্শালকেও অনুরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যার পরিপ্রেক্ষিতে রিপাবলিকান দলের জাতীয় কমিটি দলের কংগ্রেসম্যানদের টাউন হল সিটিং না করার পরামর্শ দিয়েছে।
অনির্বাচিত ব্যক্তি হওয়ায় ইলন মাস্কের জন্য জনতার দরবারে হাজির হওয়ার প্রয়োজন না হলেও রিপাবলিকান নেতারা জবাবদিহির বাইরে নন। ভোটের জন্য তাদেরকে মানুষের কাছে যেতে হবে।
লেখক : কলামিস্ট
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041