৬ সিনেমায় মাতবে ঈদ, কোনটা কত হলে?

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১৩:১৭ , অনলাইন ভার্সন
ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সিনেমা। আর তাই প্রতি বছরই ঈদের সিনেমা মুক্তি নিয়ে চলে মাতামাতি। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। এবার ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জিন ৩’। কোন সিনেমা কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, চলুন জেনে নিই। 

বরবাদ
এই ঈদে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হলো শাকিব খানের ‘বরবাদ’। শাকিব খানের সিনেমা মানেই রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। তার ‘বরবাদ’ সিনেমা যে এবারের ঈদে অন্য আর সকল সিনেমা থেকে এগিয়ে থাকবে, সেটা জানাই ছিল। হয়েছেও তাই।
যদিও এই সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো, কিন্তু শেষপর্যন্ত ২৬ মার্চ সেই আশঙ্কা কেটে যায়। শাকিব খানের আগের সব সিনেমারর রেকর্ড ভেঙে দিয়ে ‘বরবাদ’ সর্বোচ্চ রেন্টাল পেয়েছে ১৩ লাখ টাকা।
‘বরবাদ’ সিনেমার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহীদুল্লাহ মিয়া (মাস্টার)। তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য ১২০টির বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া। এরই মধ্যে শতাধিক হল চূড়ান্ত হয়েছে।
‘বরবাদ’ প্রযোজক শাহরীন আক্তার সুমী বলেন, ‘আমাদের টার্গেট ছিল ১০৫ থেকে ১১০টি হল। এরই মধ্যে ১১০টি হল চূড়ান্ত হয়েছে। আরো সাত-আটটি হল নিয়ে কথা চলছে। সবমিলিয়ে শেষপর্যন্ত সংখ্যাটা ১২০-এ দাঁড়াবে।’
বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত প্রমুখ।

জংলি
ঢালিউডের তরুণ চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমা আরও আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত ঈদেই মুক্তি পাচ্ছে এটি।
এম রাহিমের ‘জংলি’ সিনেমার অভিনব প্রচারণা সবাইকে বেশ আগ্রহী করে তুলেছে সিনেমাটি নিয়ে। হল বরাদ্দের দিক থেকে ‘বরবাদ’-এর পরেই ‘জংলি’র অবস্থান, জানিয়েছেন এই সিনেমার নির্মাতা।

এম রাহিম বলেন, ‘‘আশা করছি, হলসংখ্যায় আমরা ‘বরবাদ’ সিনেমার পরের স্থানেই থাকবো। এরই মধ্যে সেই সংখ্যা হয়েও গেছে। পরে সব জানাতে পারবো।” তবে বুকিং এজেন্ট জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এরই মধ্যে ‘জংলি’ ৩০টির মতো হল চূড়ান্ত করেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ।

দাগি
‘দাগি’ সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন আফরান নিশো। এই সিনেমা দিয়ে দুই বছর পর ফিরছেন তিনি বড় পর্দায়। অন্যদিকে, দীর্ঘ এক দশক পর বড় পর্দায় ফিরেছেন শিহাব শাহীন। ২০১৫ সালের দর্শকনন্দিত ‘ছুঁয়ে দিলে মন’-এর পর এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা। সব মিলিয়ে শিহাব শাহীন ও আফরান নিশোর ‘দাগি’ নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমাটি কতটি হল পেল, এমন প্রশ্নের উত্তরে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মাল্টিপ্লেক্সগুলো সব চূড়ান্ত হয়েছে। সিঙ্গল স্ক্রিনেরও কিছু কিছু চূড়ান্ত  হয়েছে। তবে সঠিক সংখ্যাটা এখনই বলতে পারছি না। তাছাড়া প্রযোজকদেরও একটা পলিসি আছে। তারা ঠিক কতগুলো হলে মুক্তি দেবেন, সেটার সিদ্ধান্ত তো আমি জানি না।’
দাগি সিনেমায় আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

জ্বীন ৩
এবার ঈদে মুক্তি পাচ্ছে সিক্যুয়েল ‘জিন থ্রি’। ঈদের সিনেমাগুলোর মধ্যে গান দিয়ে এরইমধ্যে বেশ এগিয়ে আছে ‘জ্বীন-৩’ সিনেমা। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল।
‘জ্বীন’ সিরিজের আগের দুটি সিনেমার ক্ষেত্রেও সিঙ্গল স্ক্রিনকে গুরুত্ব দেয়নি প্রযোজনাপ্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। অর্থাৎ শুধু মাল্টিপ্লেক্সগুলোতেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

চক্কর ৩০২
শরাফ আহমেদ জীবন প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘চক্কর ৩০২’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
তিন সপ্তাহ আগে জীবন জানিয়েছিলেন, সিনেমাটি ঈদে মুক্তি দেবেন। সেই অনুযায়ী সেন্সর ছাড়পত্রও নিয়েছেন। শসিবার সন্ধ্যায় ছিল সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং। তার আগে বিকেলে সিনেমাটি নিয়ে মোবাইল ফোনে কথা হয় জীবনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ঈদে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দিতে চাই। সেই অনুযায়ী স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা, যমুনা ব্লকবাস্টার, লায়নস সিনেমাস চূড়ান্ত হয়েছে। পরে দর্শকের চাহিদা অনুযায়ী আমরা সিঙ্গল স্ক্রিনগুলোতে সিনেমাটি মুক্তি দেব।’

মোশাররফ করিম ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিনসহ অনেকে।

অন্তরাত্মা
চার বছর পর মুক্তি পাচ্ছে  ‘অন্তরাত্মা’ সিনেমা। ২০২১ সালে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শেষ করেছিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্যে সেন্সরে জমা দেন তিনি। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেন সিনেমাটি মুক্তি দেওয়ার।
অন্তরাত্মা’র ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রুহুল আমিন। রুহুল আমিন বলেন, ‘এরইমধ্যে আমাদের  সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস চূড়ান্ত হয়েছে। এ ছাড়া ১৩টি সিঙ্গল স্ক্রিনও চূড়ান্ত। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় আরও কয়েকটি হল চূড়ান্ত হবে। আসলে সিনেমার হলসংখ্যা দিয়ে মান বিচার হয় না। সিনেমার মেরিট থাকলে দ্বিতীয় সপ্তাহ থেকে হল আরো বাড়বে, বাড়বে রেন্টালও।’

তবে তিনি নির্দিষ্ট করে ‘অন্তরাত্মা’র রেন্টাল সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি ব্যবসায়িক পলিসির কথা চিন্তা করে। তবে জানা গেছে, এখন পর্যন্ত ২১টি হল বরাদ্দ রয়েছে এই সিনেমার জন্য। 
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক নায়িকা দর্শনা বণিক।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041