কাচের ব্যাঙ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১১:০১ , অনলাইন ভার্সন
বিবর্ণ সূর্যমুখীর প্রেম মৌমাছির পরাগায়নে-
এ দ্বৈরথ সময়ের সাক্ষী তুমি সাক্ষী তারা
আমি কষ্ট ভুলি বিদীর্ণ জ্যোৎস্নার শীতল চুম্বনে-
তুমি আজ এসো না আমার স্বপ্নে

আদমের যন্ত্রণা নরম তরুণাস্থির প্লাজমে-
হেমন্তের ভালোবাসা ফসলি মাঠের অর্গাজমে!
যে বীজ নিষিক্ত হয়নি সুপ্তভেদে মাটির কর্ষণে-
বন্ধ্যা অপবাদে মেলেনি আশ্রয় তার কৃষকের ঘরে!

আমি লালন করেছি তাকে লাঙল ফলায় তপ্ত ঘামে-
তুমি জাগো জরায়ুর পাললিকে ভ্রণের আলয়ে!
তোমাকে ভোলা যেন বাতাস বেগের বিরুদ্ধচারণ-
পামগাছ নুয়ে দেয় মাটির সমান্তরালে!

তুমি থাকো সবুজ পাতায় কাচের বোধির ব্যাঙে-
আমার চেতন ঘুমে-অবতলে অর্ধস্বচ্ছ আবরণে!
বিশ্বাসঘাতক সূর্যালোকে-তুমি আপন রক্তপ্রবাহ
রেখেছ লুকিয়ে-হৃৎপিণ্ড প্রকোষ্ঠে

আমার সমূহ মোহ-প্যাঁচার অনুসন্ধানী চোখে
মেডুসার সর্পচুলে-চোরাকাঁটা আকর্ষিতে!
তুমি আজ এসো না শিরার স্পন্দনে-
স্বপ্নের জালিকা ডিঙিয়ে চোখের সীমানাতে
আমি কিছুতেই ভাবব না তোমাকে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041