২০২৫ সালে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় যারা

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৬ , অনলাইন ভার্সন
 বিশ্বের ধনকুবেররা সবসময়ই ধনী ও ক্ষমতাশালী ছিলেন। কিন্তু এখন যেন তারা আরো বেশি ক্ষমতার অধিকারী হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটি সত্য। দেশটিতে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়ার-ইন-চিফ হিসেবে শপথ গ্রহণ করেছেন। এবার তিনি বিলিয়নেয়ার শ্রেণীকে সরকারের ওপর আগের চেয়ে আরো বেশি নিয়ন্ত্রণ দিচ্ছেন। তার সবথেকে ঘনিষ্ঠ মানুষটি হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার প্রশাসনে কমপক্ষে দশজন ধনকুবের ও ধনকুবের স্বামী-স্ত্রী রয়েছেন। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মার্ক জুকারবার্গ থেকে শুরু করে ফরাসি বিলাসবহুল পণ্যের কিংপিন বার্নার্ড আর্নল্ট পর্যন্ত অসংখ্য ধনকুবের ট্রাম্পের পিছনে দাঁড়িয়েছেন।

তবে ধনকুবেরদের এই সাফল্য এবার যুক্তরাষ্ট্রের বাইরেও বিস্তৃত হয়েছে। এই বছর বিশ্বজুড়ে রেকর্ড তিন হাজার ২৮ জন ব্যক্তি ফোর্বসের বার্ষিক বিশ্বের ধনকুবেরদের তালিকায় স্থান পেয়েছেন, যা গত বছরের তুলনায় ২৪৭ জন বেশি।

ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। তার পরেই রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার মোট সম্পত্তির পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার। অ্যামাজনের মালিক জেফ বেজস ২১৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন।

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ল্যারি এলিসন ও বার্নার্ড আর্নল্ট এবং তাদের পরিবার। তাদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৯২ ও ১৭৮ ডলার। ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট ১৫৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন। ল্যারি পেজ, সের্গেই ব্রিন, আমানসিও ওর্তেগা ও স্টিভ বলমার যথাক্রমে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন।

বিশ্বের ধনকুবেরদের এখন মোট সম্পত্তির পরিমাণ ১৬ দশমিক এক ট্রিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় দুই ট্রিলিয়ন ডলার বেশি। যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি ধনকুবের রয়েছেন। সেখানে মোট ৯০২ জন ধনকুবের রয়েছেন। ৫১৬ জন ধনকুবের নিয়ে এরপরেই রয়েছে চীনের অবস্থান। তালিকায় ২০৫ জন ধনকুবের নিয়ে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।

তালিকাভুক্তদের ৫০ শতাংশেরও বেশি এই তিনটি দেশের একটির নাগরিক। তবে সর্বমোট ৭৬টি দেশ এবং দুটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে কমপক্ষে একজন ধনকুবের রয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো আলবেনিয়াও রয়েছে। ফোর্বস এই বছর সৌদি আরব থেকে ১৫ জনকে যুক্ত করেছে। সূত্র : ফোর্বসদ

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078