অধীর তৃষা

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২০:২৬ , অনলাইন ভার্সন
কতদিন পর বসেছিলে পাশে ছায়ার মতোন ঘেঁষে;
এমন করেই পাশে থেকো প্রিয় বারবার ফিরে এসে।
পাখিদের দেখো, উড়ে যায় রোজ ফিরে আসে ফের নীড়ে;
হারায় না কেউ প্রেম থাকে যদি দ্বিধাহীন আসে ফিরে।

তাকালে দেখবে মেঘের মিনার যাচ্ছে কেমন ভেসে;
বৃষ্টি হয়েই ফিরে আসে ঠিক জমিনের কোল ঘেঁষে।
আবার তাকাও, পুরোনো মানুষ পুরোনো দিনের স্মৃতি;
ভুলি কি তাদের? মনজুড়ে থাকে প্রখর প্রতাপ প্রীতি।

চন্দ্র-সূর্য বলয়ে ফিরলে মহাকাশজুড়ে গতি;
ফিরে ফিরে আসে মিথস্ক্রিয়ায় পরস্পরের প্রতি।
ফিরে ফিরে আসে জন্মমৃত্যু ফিরে ফিরে আসে টান;
পাখির কণ্ঠে ফিরে ফিরে শুনি যাপনজয়ের গান।

সাগরও আসে বালুকাবেলায় ঢেউ-ঢেউরূপে ফিরে;
জলের বুকেতে জলের তুফান জলের জখম ঘিরে।
পথের দিকেতে চোখ রাখো ফের বেঁকে বেঁকে যায় দূরে;
উল্টো পথেই ফেরে সে ঠিকই ভিন-গেরামের সুরে।

ফিরে ফিরে আসে নূপুরের ধ্বনি ফিরে ফিরে আসে স্বর;
নদীর বুকেতে বিলীন হলেও স্মৃতিতে ফেরে সে ঘর।
ফিরে আসে দম, বাঁশরীর ভ্রম, ফিরে আসে কোলাহল;
আকাশ পাতাল চষে চষে ফের ফিরে ফিরে আসে জল।

ফুলের যে ঘ্রাণ, সেও কি হারায়? বাতাসে রেখে সে ভর;
প্রেমের চিঠির পয়গাম নিয়ে কেঁপে ওঠে থরথর।
ফিরে আসে চাঁদ আকাশের গায় দূর করে অমানিশা;
বহুদিন পর পাশে ছিলে তুমি অধীর হয়েছে তৃষা।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041