ব্যথার কাব্য

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৩:০৮ , অনলাইন ভার্সন
মনের ঘরে বাসা বেঁধেছে
বিরহ ব্যথার অসুখ
খোঁজ নেয় না কেউ এখন আর
দুঃখে জীবন ভাসুক।

সুখ নামের সুখপাখিটা-
উড়ে গেছে অনেক দূর;
বিদায় বাঁশি বাজিয়ে গেল,
কানে বাজে করুণ সুর।

কত কথা ছিল তাহার সনে
সুখের পায়রা ওড়ার দিনে,
সেসব স্মৃতি হারিয়ে গেছে;
আজ ব্যথার আলাপনে।

এখন আমি ভাবি আপন মনে-
ভালোবাসা ছিল যাহার মনে;
ভাবি, কেমন করে সে গেল ভুলে,
এখন দিন কাটে তার কাহার সনে?
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041