নিঃশব্দে নিভৃতেই তারকার আলোয়,
যেন আমার নিঃশব্দেই চলে যাওয়া
মরণ এক অপার্থিব সৌন্দর্য,
হাজার বছরের বেদনার একাকী জীবন, সে এক ভীষণ বেদনার আনন্দ।
করুণা, অযাচিত যাপিত জীবন
এ যেন কোনো না মেলা অঙ্কের যোগফল,
বাঁধভাঙা প্রেম একসময় হারিয়ে যায়!
যেভাবে পথ হারিয়েছিল অর্ধযুগ আগে
নায়েগ্রার উপচে পড়া স্রোতস্বিনীর ঢল!
প্রিয় রাত, তুমি আসো নিবিড় করে,
আমায় জড়িয়ে রাখো মৃত্যুহার দিয়ে,
সর্বাঙ্গ, কণ্ঠ, আত্মার শিরা-উপশিরায়
যতটা বেদনার্ত মাঝ রাতের নীল
ততটাই বিশৃঙ্খল হোক হৃদয় স্পন্দন।
আমি ঘুমুতে চাই-
নিঃশ্বাস না নিতে পারা যন্ত্রণা থেকে,
কিটস, শেলি, বায়রন, বেথোবেন!
আমাকে স্পর্শ করে অন্তরের চৌহদ্দি
ছিন্ন ভিন্ন রোদন বোধনে।
প্রিয় রাত্রি আমার!
মৃত্যুর অহমিকায় আমি হারাতে চাই মিল্কি পথের সমুজ্জ্বল অজানা বাঁকে।
ঘুমে অচেতন ক্লান্তির স্বেদে ভরা পূর্ণিমায়
এসো তুমি এক পৃথিবীর ভালোবাসায়
রাখব খুলে দক্ষিণ দুয়ার অপেক্ষাতে।
সাক্ষী নিয়ে এক আকাশ হীরক কণা
নিশি-জাগা সঙ্গীহারা উদাস পাখি।
 
            
            যেন আমার নিঃশব্দেই চলে যাওয়া
মরণ এক অপার্থিব সৌন্দর্য,
হাজার বছরের বেদনার একাকী জীবন, সে এক ভীষণ বেদনার আনন্দ।
করুণা, অযাচিত যাপিত জীবন
এ যেন কোনো না মেলা অঙ্কের যোগফল,
বাঁধভাঙা প্রেম একসময় হারিয়ে যায়!
যেভাবে পথ হারিয়েছিল অর্ধযুগ আগে
নায়েগ্রার উপচে পড়া স্রোতস্বিনীর ঢল!
প্রিয় রাত, তুমি আসো নিবিড় করে,
আমায় জড়িয়ে রাখো মৃত্যুহার দিয়ে,
সর্বাঙ্গ, কণ্ঠ, আত্মার শিরা-উপশিরায়
যতটা বেদনার্ত মাঝ রাতের নীল
ততটাই বিশৃঙ্খল হোক হৃদয় স্পন্দন।
আমি ঘুমুতে চাই-
নিঃশ্বাস না নিতে পারা যন্ত্রণা থেকে,
কিটস, শেলি, বায়রন, বেথোবেন!
আমাকে স্পর্শ করে অন্তরের চৌহদ্দি
ছিন্ন ভিন্ন রোদন বোধনে।
প্রিয় রাত্রি আমার!
মৃত্যুর অহমিকায় আমি হারাতে চাই মিল্কি পথের সমুজ্জ্বল অজানা বাঁকে।
ঘুমে অচেতন ক্লান্তির স্বেদে ভরা পূর্ণিমায়
এসো তুমি এক পৃথিবীর ভালোবাসায়
রাখব খুলে দক্ষিণ দুয়ার অপেক্ষাতে।
সাক্ষী নিয়ে এক আকাশ হীরক কণা
নিশি-জাগা সঙ্গীহারা উদাস পাখি।