
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ উপাধি দেওয়া বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। ১৫ জুলাই (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ সম্প্রতি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। আদালতের আদেশের কপি হাতে পেলে যথাসময়ে এর জবাব দেবে সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার স্পষ্ট করে বলতে চায়, অধ্যাপক ইউনূসের এমন কোনো ঘোষণা পাওয়ার কোনো ইচ্ছা নেই। একইসঙ্গে সরকারও অধ্যাপক ইউনূসকে এমন কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। রিট আবেদনকারী নিজ উদ্যোগে এই আবেদন করেছেন বলে মনে হচ্ছে। কোন ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি নিয়ে কাজ করবে।
ঠিকানা/এএস
বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ সম্প্রতি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। আদালতের আদেশের কপি হাতে পেলে যথাসময়ে এর জবাব দেবে সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার স্পষ্ট করে বলতে চায়, অধ্যাপক ইউনূসের এমন কোনো ঘোষণা পাওয়ার কোনো ইচ্ছা নেই। একইসঙ্গে সরকারও অধ্যাপক ইউনূসকে এমন কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। রিট আবেদনকারী নিজ উদ্যোগে এই আবেদন করেছেন বলে মনে হচ্ছে। কোন ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি নিয়ে কাজ করবে।
ঠিকানা/এএস