
ভালোবাসা জাত-ধর্ম মানে না
উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম বুঝে না।
এ এক কোমল মায়াবী ছোঁয়া
স্পর্শেই জ্বলে ওঠে মনে ফাগুনের হাওয়া।
ভালোবাসার ছোঁয়া মনে দেয় দোলা
কে জানে, কার রঙিন দুয়ার খোলা?
মনে বসন্তের আগমনে,
সবকিছুতে কৌতূহলী, ভাবে আনমনে।
হৃদয়ে ভালোবাসা জমে বিন্দু বিন্দু করে
দিনে দিনে তা প্রশান্ত মহাসাগর গড়ে।
ভালোবাসা অদৃশ্য, থাকে না কোনো কূলকিনারা
এতে প্রেমে মন হয় মাতোয়ারা।
রাজ্য-রাজত্ব, সিংহাসন সবই মূল্যহীন
ভালোবাসা ও মায়া জীবনে রঙিন।
প্রাণের চেয়েও ভালোবাসে পরস্পরকে
জীবন উৎসর্গ করে দুজন দুজনাকে।
উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম বুঝে না।
এ এক কোমল মায়াবী ছোঁয়া
স্পর্শেই জ্বলে ওঠে মনে ফাগুনের হাওয়া।
ভালোবাসার ছোঁয়া মনে দেয় দোলা
কে জানে, কার রঙিন দুয়ার খোলা?
মনে বসন্তের আগমনে,
সবকিছুতে কৌতূহলী, ভাবে আনমনে।
হৃদয়ে ভালোবাসা জমে বিন্দু বিন্দু করে
দিনে দিনে তা প্রশান্ত মহাসাগর গড়ে।
ভালোবাসা অদৃশ্য, থাকে না কোনো কূলকিনারা
এতে প্রেমে মন হয় মাতোয়ারা।
রাজ্য-রাজত্ব, সিংহাসন সবই মূল্যহীন
ভালোবাসা ও মায়া জীবনে রঙিন।
প্রাণের চেয়েও ভালোবাসে পরস্পরকে
জীবন উৎসর্গ করে দুজন দুজনাকে।